আর্চবিশপ হাউজে খ্রিষ্টান নেতৃবৃন্দের মতবিনিময় সভা

আপলোড সময় : ০৪-০৯-২০২৪ ০৯:৩০:২২ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৪-০৯-২০২৪ ০৯:৩৯:৩৮ পূর্বাহ্ন
ঢাকা মহাধর্মপ্রদেশের আর্চবিশপস হাউজে গত ২৩ আগস্ট ২০২৪ খ্রি.:, শুক্রবার, সন্ধ্যা ৬টায় পরম শ্রদ্ধেয় আর্চবিশপ বিজয় এন.ডি’ক্রুজ ওএমআই’র সঙ্গে খ্রিষ্টান নেতৃবৃন্দের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিঃ (কালব) ও দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ এর চেয়ারম্যান মি. আগষ্টিন পিউরীফিকেশন, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট মি. নির্মল রোজারিও, দি সেন্ট্রাল এসোসিয়েশন অব খ্রীষ্টান কো-অপারেটিভস (কাককো) লি: -এর চেয়ারম্যান মি. পংকজ গিলবার্ট কস্তা, দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:, ঢাকা এর প্রাক্তন প্রেসিডেন্ট মি. বাবু মার্কুজ গমেজ এবং দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:, ঢাকা এর প্রেসিডেন্ট মি. ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া ও বিভিন্ন ক্রেডিট ইউনিয়নের নেতৃবৃন্দসহ খ্রিষ্টান সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। হাউজিং সোসাইটির সেক্রেটারি মি. ইমানুয়েল বাপ্পী মন্ডলের সঞ্চালনায় ফাদার মিল্টন কোড়াইয়া প্রার্থনার মধ্য দিয়ে মতবিনিময় সভাটি আরম্ভ করা হয়।

সোসাইটির সম্মানিত চেয়ারম্যান মি. আগষ্টিন পিউরীফিকেশন হাউজিং সোসাইটির বিগত দিনের উন্নয়নের নানা চিত্র তুলে ধরেন। হাউজিং সোসাইটিতে দিনদিন যেভাবে সদস্যদের সামগ্রিক অর্থনৈতিক ও জীবনমান উন্নয়নে এগিয়ে যাচ্ছে তা আগামী দিনগুলোতেও অক্ষুন্ন থাকবে বলে তিনি উল্লেখ করেন। তিনি উপস্থিত সকলের সামনে বলেন, হাউজিং সোসাইটির উন্নয়নের এই সফলতায় ঈর্ষান্বিত হয়ে সাধারণ সদস্যদের মধ্যে একটি স্বার্থান্বেষী মহলের ব্যক্তিগণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন কল্পনাপ্রসূত ও বিভ্রান্তিমূলক তথ্য দিয়ে অপপ্রচার করে যাচ্ছে। এতে করে হাউজিং সোসাইটির সুনাম ক্ষুন্ন হচ্ছে। তিনি আরও বলেন, হাউজিং সোসাইটির সুনাম অক্ষুন্ন রাখতে ও সম্মানিত সদস্যদের আমানত যথাযথ রাখতে বর্তমান ব্যবস্থাপনা কমিটি সকল অপপ্রচারে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানায়। কেননা, দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ- খ্রিষ্টান সমাজের সম্মানিত সদস্যসহ আমার আপনার সকলের অর্থনৈতিক মুক্তির একটি বৃহত্তর আর্থ সামাজিক প্রতিষ্ঠান। তিনি বলেন, এই প্রতিষ্ঠান আমার-আপনার-সকলের। একে রক্ষা করার দায়িত্ব আমাদের সবার। মঞ্চে উপবিষ্ট অন্যান্য নেতৃবর্গ তাদের বক্তব্যও তুলে ধরেন এবং ওপেন ফোরামে সকলের মতামত প্রকাশ করার সুযোগ প্রদান করা হয়।

পরম শ্রদ্ধেয় আর্চবিশপ মহোদয় উপস্থিত সবাইকে অবহিত করে বলেন, শান্তিতে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করেছেন। গত ১৩ আগষ্ট, ২০২৪ খ্রীষ্টাব্দে প্রধান উপদেষ্টা মহোদয়ের বাসভবনে তাঁর সাথে দেখা করে গোটা খ্রীষ্টান সম্প্রদায়ের পক্ষ থেকে তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। তিনি বলেন, দেশের শিক্ষা, সেবা, সমবায়সহ বিভিন্ন সেক্টরে খ্রিষ্টানদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। আমাদের অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোকে এ মুহূর্তে রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের বলে তিনি উল্লেখ করেন। কোন প্রকার বলপ্রয়োগে নয় বরং নিয়মের মধ্য দিয়ে যেন আমরা সকলে মিলে একটি সুন্দর সমাধানে আসতে পারি-তিনি এ আহ্বান জানান। তিনি এ বিষয়ে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন। তিনি আরও বলেন, মতপার্থক্য ভূলে একে-অপরকে সহযোগিতা করতে হবে। বিভিন্ন প্রতিষ্ঠান স্ব স্ব আইন দ্বারা পরিচালিত। প্রতিষ্ঠানগুলোকে স্ব স্ব আইনের মধ্যে থেকে নিয়মতান্ত্রিকভাবেই কার্যক্রম পরিচালনা করতে হবে বলেও জানান তিনি। সকল কাজে খ্রীষ্টিয় মূল্যবোধ প্রতিষ্ঠা করতে হবে। তিনি সকলকে একত্রে পথ চলতে আহ্বান জানান।
মতবিনিময় সভা শেষে ফাদার মিল্টন কোড়াইয়া’র প্রার্থনা মধ্য দিয়ে সমাপ্তী ঘটে।
 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক: আগষ্টিন প্রতাপ গমেজ 
নির্বাহী সম্পাদক: পেপিলন হেনরি পিউরীফিকেশন 


প্রধান বার্তা সম্পাদক: সাগর সঞ্জীব কোড়াইয়া 

চিফ অব প্রোডাকশন ও বার্তা সম্পাদক: প্রবীর মন্ডল  

অফিস:

আর্চবিশপ মাইকেল ভবন
১১৬/১ মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ইমেল: info@neersangbad.com / neersangbad@gmail.com
ফোন: 0255027691-94, 09609006611