হাউজিং সোসাইটির মহিলা-উপ কমিটির সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপলোড সময় : ০৪-০৯-২০২৪ ১০:০৬:৩২ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৪-০৯-২০২৪ ১০:০৬:৩২ পূর্বাহ্ন
দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ-এর মহিলা-উপ কমিটির সদস্যাদের নিয়ে একটি মত বিনিময় সভার আয়োজন করা হয়। গত ২৮ আগস্ট ২০২৪ খ্রিস্টাব্দ রোজ বুধবার সন্ধ্যায় সোসাইটির অডিটোরিয়ামে মতবিনিমিয় সভাটি অনুষ্ঠিত হয়। সোসাইটির মহিলা কমিটির আহ্বায়ক মিসেস কল্পনা মারিয়া ফলিয়ার সভাপতিত্বে এ সভায় উপস্থিত ছিলেন সোসাইটির ভাইস-চেয়ারম্যান মি. অপূর্ব যাকোব রোজারিও, সেক্রেটারি মি. ইমানুয়েল বাপ্পী মন্ডল, পরিচারক, অর্থ ও প্রশাসন মি. বাদল বি. সিমসাং, ট্রেজারার মি. ইউজিন কোড়াইয়া ও পরিচালকমন্ডলীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। প্রার্থনার মধ্যদিয়ে মতবিনিময় সভাটি আরম্ভ হয়। সোসাইটির কর্মকর্তাগণ মতবিনিময় সভায় হাউজিং সোসাইটির বর্তমান উন্নয়নের সামগ্রিক চিত্র তুলে ধরেন। এ সময়ে তারা সোসাইটির সুনাম সমুন্নত রাখতে সকলের সহযোগিতা কামনা করেন। উপস্থিত নারী সদস্যবৃন্দ হাউজিং সোসাইটির প্রতি তাদের আস্থা ও বিশ্বাসের স্থান বলে জানান এবং সবসময় পাশে থাকার প্রত্যাশা ব্যক্ত করেন। সভায় প্রায় ৬০ জন নারী সদস্যা উপস্থিত ছিলেন । পরিশেষে প্রার্থনার মধ্যদিয়ে সভার সমাপ্তি হয়।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক: আগষ্টিন প্রতাপ গমেজ 
নির্বাহী সম্পাদক: পেপিলন হেনরি পিউরীফিকেশন 


প্রধান বার্তা সম্পাদক: সাগর সঞ্জীব কোড়াইয়া 

চিফ অব প্রোডাকশন ও বার্তা সম্পাদক: প্রবীর মন্ডল  

অফিস:

আর্চবিশপ মাইকেল ভবন
১১৬/১ মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ইমেল: info@neersangbad.com / neersangbad@gmail.com
ফোন: 0255027691-94, 09609006611