বন্যার্তদের খাদ্যসামগ্রী সহায়তায় হাউজিং সোসাইটি

আপলোড সময় : ০৮-০৯-২০২৪ ১০:৩০:০৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৮-০৯-২০২৪ ১০:৩০:০৪ পূর্বাহ্ন
এবারে বাংলাদেশের পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যায় মানুষের মৃত্যুসহ ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটে। আকস্মিক এ বন্যার পানির ঢলে ফেনী, নোয়াখালী, কুমিল্লা, খাগড়াছড়িসহ দেশের পূর্বাঞ্চলের বেশিরভাগ এলাকায় লাখ লাখ মানুষ দুর্বিসজ জীবন অতিক্রম করেছেন। বন্যার কারণে জেলাগুলোতে যে ক্ষতি সাধিত হয়েছে এখনও সেখানকার জনজীবন স্বাভাবিক হয়ে উঠেনি। মানবতার এমন পরিস্থিতিতে দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ-এর পক্ষ থেকে দূর্গত এলাকায় খাদ্যসামগ্রী বিতরণ কাজে অংশগ্রহণ করেন। 

৪ সেপ্টেম্বর ২০২৪ খ্রিষ্টাব্দ, বাংলাদেশ বিশপ সম্মিলনীর সংস্থা ‘বাংলাদেশ কারিতাস’-এর মাধ্যমে নোয়াখালী ও কুমিল্লা জেলায় এ খাদ্যসামগ্রী বিতরণে সহযোগিতা করেন। এ উপলক্ষ্যে হাউজিং সোসাইটির সম্মানিত চেয়ারম্যান মি. আগষ্টিন পিউরীফিকেশন বাংলাদেশ কারিতাসের নির্বাহী পরিচালক মি. সেবাষ্টিয়ান রোজারিও’র কাছে খাদ্যসামগ্রী হস্তান্তর করেন। কারিতাসের অন্যান্য কর্মকর্তাগণের উপস্থিতিতে এ সময়ে সোসাইটির পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন সেক্রেটারি মি. ইমানুয়েল বাপ্পী মন্ডল, পরিচালক-অর্থ ও প্রশাসন মি. বাদল বি. সিমসাং, পরিচালকমন্ডলী সদস্যবৃন্দ মি. প্রদীপ গমেজ ও প্রতাপ গমেজ, লোন কমিটির চেয়ারম্যান মি. পিউক রোজারিও, সদস্য-মিসেস সুচিত্রা আলমিদা; আভ্যন্তরীণ পর্যবেক্ষণ কমিটির চেয়ারম্যান মি. রতন পিউরীফিকেশন, সেক্রেটারি মি. জন গমেজ, সদস্য- মিসেস মায়া মনিকা গাঙ্গুলী, মিস জাস্টিনা বিশ্বাস ও মি. ডন ক্লারেন্স হাওলাদার উপস্থিত ছিলেন।

বিতরণকৃত খাদ্যসামগ্রীর ৬০০ পরিবারের ১০দিনের খাবারের ব্যবস্থা প্রদান করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক: আগষ্টিন প্রতাপ গমেজ 
নির্বাহী সম্পাদক: পেপিলন হেনরি পিউরীফিকেশন 


প্রধান বার্তা সম্পাদক: সাগর সঞ্জীব কোড়াইয়া 

চিফ অব প্রোডাকশন ও বার্তা সম্পাদক: প্রবীর মন্ডল  

অফিস:

আর্চবিশপ মাইকেল ভবন
১১৬/১ মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ইমেল: info@neersangbad.com / neersangbad@gmail.com
ফোন: 0255027691-94, 09609006611