দুবাইয়ের রাজকন্যার রাজকীয় বিয়ে, নাটকীয় বিচ্ছেদ, এবার সুগন্ধির নাম ‘ডিভোর্স’

আপলোড সময় : ১২-০৯-২০২৪ ০৯:২৫:৫১ পূর্বাহ্ন , আপডেট সময় : ১২-০৯-২০২৪ ০৯:২৫:৫১ পূর্বাহ্ন
দুবাইয়ের রাজকন্যা শেখ মাহরা আল মাকতুম সম্প্রতি তাঁর বিউটি ব্র্যান্ড ‘মাহরা এম১’ থেকে একটি সুগন্ধি বাজারে এনে হইচই ফেলে দিয়েছেন। সুগন্ধিটির নাম ‘ডিভোর্স’। মাহরার আলোচিত বিচ্ছেদের কয়েক দিনের ভেতরেই বাজারে এল এই সুগন্ধি।  

সামাজিক যোগাযোগমাধ্যমের এক পোস্টে সুগন্ধিটির দেখা মেলে। কালো রঙের বোতলে বাজারজাত করা হয়েছে সেটি। এর ওপর ব্ল্যাক প্যানথারের থিমে একটি লোগো। সাদা রঙে ইংরেজি অক্ষরে লেখা ‘ভিভোর্স’, মানে বিচ্ছেদ। 

কিছুদিন আগেই এক ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে মাহরা তাঁর সাবেক জীবনসঙ্গীকে বিচ্ছেদের নোটিশ দিয়েছেন। ২০২৩ সালে হাই প্রোফাইল এই বিয়ে যেমন আলোচনায় ছিল, বিচ্ছেদ আরও বেশি করে আলোচনায় রয়েছে।

৩০ বছর বয়সী এই রাজকন্যা ওই পোস্টে তাঁর সাবেক স্বামীর বিরুদ্ধে পরকীয়া ও প্রতারণার অভিযোগ আনেন। এক পোস্টে তিনি শ্লেষাত্মক ভঙ্গিতে লেখেন ‘প্রিয় স্বামী, ওহ্, দুঃখিত, প্রাক্তন স্বামী।’

এরপর মাহরা লেখেন, ‘যেহেতু তুমি অন্য নারীদের সঙ্গ উপভোগ করছো, আমি তোমাকে মুক্ত করে দিলাম। আমি বিচ্ছেদের ঘোষণা দিলাম। বিচ্ছেদের ঘোষণা দিলাম। বিচ্ছেদের ঘোষণা দিলাম। ভালো থেকো। ইতি, তোমার প্রাক্তন স্ত্রী।’

২০২৩ সালের জুন মাসে মাহরা বিয়ে করেন শেখ মানা আল মাকতুমকে। রাজকীয় এই বিয়ে হইচই ফেলে দেয় বিশ্বের ফ্যাশন অঙ্গনে। ভোগ, এলে, কসমোপলিটান, হারপার’স বাজারসহ বিশ্বখ্যাত সব ম্যাগাজিনে উঠে আসে জাঁকজমকপূর্ণ এই বিয়ের খবর

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক: আগষ্টিন প্রতাপ গমেজ 
নির্বাহী সম্পাদক: পেপিলন হেনরি পিউরীফিকেশন 


প্রধান বার্তা সম্পাদক: সাগর সঞ্জীব কোড়াইয়া 

চিফ অব প্রোডাকশন ও বার্তা সম্পাদক: প্রবীর মন্ডল  

অফিস:

আর্চবিশপ মাইকেল ভবন
১১৬/১ মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ইমেল: info@neersangbad.com / neersangbad@gmail.com
ফোন: 0255027691-94, 09609006611