দুপুর ১টা ৫মিনিটের ফ্লাইটে হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করার কথা ক্রিকেটারদের। তার আগে অবশ্য বিমান বন্দরে গণমাধ্যমে কথা বলবেন টাইগার অধিনায়ক শান্ত। দলের সঙ্গে এদিন ১৫ ক্রিকেটারের যাওয়ার কথা রয়েছে। এছাড়া ইংল্যান্ড থেকে ভারতে দলের সঙ্গে যোগ দিবেন সাকিব আল হাসান।
রাত সাড়ে দশটায় হযরত শাহাজালাল আন্তজার্তিক বিমান বন্দরে পা রাখার কথা এই টাইগারদের প্রধান কোচের। ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবির একটি সূত্র। এদিকে বিদেশি বাকি কোচরাও ইতমধ্যে ঢাকায় অবস্থান করছেন।
রাত সাড়ে দশটায় হযরত শাহাজালাল আন্তজার্তিক বিমান বন্দরে পা রাখার কথা এই টাইগারদের প্রধান কোচের। ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবির একটি সূত্র। এদিকে বিদেশি বাকি কোচরাও ইতমধ্যে ঢাকায় অবস্থান করছেন।