করদাতাদের জুলুম করা যাবে না, স্বস্তি দিতে হবে : এনবিআর চেয়ারম্যান

আপলোড সময় : ১৫-০৯-২০২৪ ১২:২৯:৪৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ০১-১০-২০২৪ ০৯:০৯:৩২ পূর্বাহ্ন
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেছেন, আমরা কখনো জোর করে কর আদায় করবো না। আমাদের যে কর আইন, রুলস-রেগুলেশন দেওয়া হয়েছে তা পরিপূর্ণভাবে পরিপালন করে কর আদায় করবো। যাতে করে কারো ওপরে জুলুম না হয়। আপনি যদি ধর্মে বিশ্বাস করেন, তাহলে বুঝবেন এই জুলুমের দায় কিন্তু একান্তই আপনার। করদাতাদের স্বস্তিটুকু দিতে হবে।
 

নিবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে এনবিআরের মাল্টিপারপাস হলে বাংলাদেশ সিভিল সার্ভিস (ট্যাকসেশন) অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন। সেমিনারে ‘অর্থ আইন, ২০২৪- এর মাধ্যমে প্রত্যক্ষ করের ক্ষেত্রে আনীত পরিবর্তনগুলোর ওপর আলোচনা হয়। সভায় অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে এনবিআর সদস্য থেকে শুরু করে সব পর্যায়ে কর কর্মকর্তারা অংশগ্রহণ করেছেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক: আগষ্টিন প্রতাপ গমেজ 
উপ-সম্পাদক: পেপিলন হেনরি পিউরীফিকেশন 

নির্বাহী সম্পাদক: সাগর সঞ্জীব কোড়াইয়া 

বার্তা সম্পাদক ও চিফ অব প্রোডাকশন : প্রবীর মন্ডল  

অফিস:

আর্চবিশপ মাইকেল ভবন
১১৬/১ মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ইমেল: info@neersangbad.com / neersangbad@gmail.com
ফোন: 0255027691-94, 09609006611