২০ সেপ্টেম্বর ২০২৪ খ্রিষ্টাব্দ, শুক্রবার, মঠবাড়ী ধর্মপল্লীর অন্তর্গত ভাসানিয়ায় সাধু ফ্রান্সিস জেভিয়ারের উপাসনালয়ে অসংখ্য মা মারীয়া ভক্তদের উপস্থিতিতে আরোগ্যদায়িনী মাতা ভেলেংকিনি মা মারীয়ার ২৩তম তীর্থোৎসব পালন করা হয়। পর্বীয় খ্রিস্টযাগে পৌরহিত্য করেন শ্রদ্ধেয় ফাদার আদম এস. পেরেরা, সিএসসি, ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার উজ্জ্বল রোজারিও সিএসসি সহ কয়েকজন পুরোহিত, ব্রাদার ও সিস্টারগণও উপস্থিত ছিলেন।
পর্বের প্রস্তুতিতে ১১-১৯ সেপ্টেম্বর পর্যন্ত বিকাল ৪:০০ ঘটিকায় নভেনা প্রার্থনার আয়োজন করা হয়। নভেনায় বিভিন্ন এলাকা থেকে মা মারীয়া ভক্তজণগণ যোগদান করেন। অনেকে আসেন মা মারীয়ার প্রতি তাদের ভালোবাসা প্রকাশ করতে আর অনেকে আসেন তাদের চাওয়া মা মারীয়ার মধ্যস্থতায় ঈশ্বরের নিকট তুলে ধরতে।
পর্বীয় খ্রিষ্টযাগে বিপুল সংখ্যক খ্রিষ্টভক্তদের সঙ্গে দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ-এর সম্মানিত চেয়ারম্যান মি. আগষ্টিন পিউরীফিকেশন ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। তিনি পর্বে উপস্থিত থাকতে পেরে নিজের অনুভূতি প্রকাশে মা মারীয়ার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জানান মা মারীয়া তাকে এবং তার পরিবারকে সবসময় সকল ধরনের বিপদ হতে রক্ষা করেছেন ও করে যাচ্ছেন।
পর্বীয় খ্রিষ্টযাগের পর উপস্থিত সকলের মধ্যে আশীর্বাদিত খিচুরী বিতরণ করা হয়। পরিশেষে মঠবাড়ী ধর্মপল্লীর পাল পুরোহিত পর্বকে সাফল্যমণ্ডিত করায় সকলকে ধন্যবাদ জানান।
পর্বের প্রস্তুতিতে ১১-১৯ সেপ্টেম্বর পর্যন্ত বিকাল ৪:০০ ঘটিকায় নভেনা প্রার্থনার আয়োজন করা হয়। নভেনায় বিভিন্ন এলাকা থেকে মা মারীয়া ভক্তজণগণ যোগদান করেন। অনেকে আসেন মা মারীয়ার প্রতি তাদের ভালোবাসা প্রকাশ করতে আর অনেকে আসেন তাদের চাওয়া মা মারীয়ার মধ্যস্থতায় ঈশ্বরের নিকট তুলে ধরতে।
পর্বীয় খ্রিষ্টযাগে বিপুল সংখ্যক খ্রিষ্টভক্তদের সঙ্গে দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ-এর সম্মানিত চেয়ারম্যান মি. আগষ্টিন পিউরীফিকেশন ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। তিনি পর্বে উপস্থিত থাকতে পেরে নিজের অনুভূতি প্রকাশে মা মারীয়ার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জানান মা মারীয়া তাকে এবং তার পরিবারকে সবসময় সকল ধরনের বিপদ হতে রক্ষা করেছেন ও করে যাচ্ছেন।
পর্বীয় খ্রিষ্টযাগের পর উপস্থিত সকলের মধ্যে আশীর্বাদিত খিচুরী বিতরণ করা হয়। পরিশেষে মঠবাড়ী ধর্মপল্লীর পাল পুরোহিত পর্বকে সাফল্যমণ্ডিত করায় সকলকে ধন্যবাদ জানান।