খ্রিষ্টীয় মূল্যবোধের আলোকে যুব সমাজ নিজেকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: যুব সেমিনারে বক্তারা
খ্রিষ্টীয় মূল্যবোধের আলোকে যুব সমাজ আরও কিভাবে নিজেকে সঠিকভাবে গড়ে তুলতে পারে, কিভাবে সমাজে তারা বলিষ্ঠ ভূমিকা রাখতে পারে-এমন বাস্তবতায় আজ ২৮ সেপ্টেম্বর, শনিবার, দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ এর যুব কমিটির আয়োজনে যুবক-যুবতীদের নিয়ে যুব সেমিনার ও মতবিনিময় সভ অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান হিসেবে উপস্থিত ছিলেন সোসাইটির চেয়ারম্যান মি. আগষ্টিন পিউরীফিকেশন এবং মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. ফাদার তপন ডি’রোজারিও এবং মি. টনি মাইকেল গমেজ। যুব কমিটির আহ্বায়ক মি. জন গমেজ, যুগ্ম সদস্য সচিব মি. ডন ক্লারেন্স হাওলাদার ও মি. রানা দাস এবং সদস্য মি. লিংকার্স রোজারিও সভাটি পরিচালনা করেন। এ সময়ে উপস্থিত ছিলেন সোসাইটির সেক্রেটারি মি. ইমানুয়েল বাপ্পী মন্ডল, পরিচালক, অর্থ ও প্রশাসন মি. বাদল বি. সিমসাং, ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ। প্রার্থনার মধ্যদিয়ে সভা শুরু হয়। এরপর সোসাইটির কর্মীবৃন্দের উদ্বোধনী নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে সকলকে বরণ করে নেওয়া হয়।
এ পর্যায়ে যুব সেমিনারের মূল বক্তা শ্রদ্ধেয় প্রফেসর ড. ফাদার তপন ডি’রোজারিও তিনি যুবক-যুবতীদের খ্রিষ্টীয় মূল্যবোধ সম্বন্ধে শিক্ষা দেন। তিনি সোস্যাল মিডিয়ার গুরুত্ব ও ইতিবাচক এবং নেতিবাচক দিকগুলো যুবকদের উদ্দেশ্যে বক্তব্যে তুলে ধরেন এবং এর সঠিক ব্যবহার মেনে একসঙ্গে চলার উপদেশ প্রদান এরপরই বক্তব্য রাখেন
মি. টনি মাইকেল গমেজ। তিনি অতি চমৎকারভাবে যুবক-যুবতীদের উদ্দেশে বাস্তবধর্মী জীবন-যাপন নিয়ে কথা বলেন ও তাদের এখন থেকেই সে সকল বিষয় করণীয় সেগুলো তুলে ধরেন। সহভাগিতা শেষে তিনি সংঙ্গীত পরিবেশন করেন। এরপর একটি নাটিকা উপস্থান করা হয়।
দ্বিতীয় অধিবেশনে বক্তব্য রাখেন সোসাইটির সেক্রেটারি মি. ইমানুয়েল বাপ্পী মন্ডল। তিনি সোসাইটির উন্নয়নের চিত্র সকলের সামনে তুলে ধরেন।
চেয়ারম্যান মি. আগষ্টিন পিউরীফিকেশন সোসাইটিকে কত উচ্চতায় নিয়ে গেছে সেই বিষয়ে সকলের তিনি সহভাগিতা করেন।
খ্রিষ্টীয় মূল্যবোধের আলোকে যুব সমাজ আরও কিভাবে নিজেকে সঠিকভাবে গড়ে তুলতে পারে, কিভাবে সমাজে তারা বলিষ্ঠ ভূমিকা রাখতে পারে-এমন বাস্তবতায় আজ ২৮ সেপ্টেম্বর, শনিবার, দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ এর যুব কমিটির আয়োজনে যুবক-যুবতীদের নিয়ে যুব সেমিনার ও মতবিনিময় সভ অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান হিসেবে উপস্থিত ছিলেন সোসাইটির চেয়ারম্যান মি. আগষ্টিন পিউরীফিকেশন এবং মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. ফাদার তপন ডি’রোজারিও এবং মি. টনি মাইকেল গমেজ। যুব কমিটির আহ্বায়ক মি. জন গমেজ, যুগ্ম সদস্য সচিব মি. ডন ক্লারেন্স হাওলাদার ও মি. রানা দাস এবং সদস্য মি. লিংকার্স রোজারিও সভাটি পরিচালনা করেন। এ সময়ে উপস্থিত ছিলেন সোসাইটির সেক্রেটারি মি. ইমানুয়েল বাপ্পী মন্ডল, পরিচালক, অর্থ ও প্রশাসন মি. বাদল বি. সিমসাং, ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ। প্রার্থনার মধ্যদিয়ে সভা শুরু হয়। এরপর সোসাইটির কর্মীবৃন্দের উদ্বোধনী নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে সকলকে বরণ করে নেওয়া হয়।
এ পর্যায়ে যুব সেমিনারের মূল বক্তা শ্রদ্ধেয় প্রফেসর ড. ফাদার তপন ডি’রোজারিও তিনি যুবক-যুবতীদের খ্রিষ্টীয় মূল্যবোধ সম্বন্ধে শিক্ষা দেন। তিনি সোস্যাল মিডিয়ার গুরুত্ব ও ইতিবাচক এবং নেতিবাচক দিকগুলো যুবকদের উদ্দেশ্যে বক্তব্যে তুলে ধরেন এবং এর সঠিক ব্যবহার মেনে একসঙ্গে চলার উপদেশ প্রদান এরপরই বক্তব্য রাখেন
মি. টনি মাইকেল গমেজ। তিনি অতি চমৎকারভাবে যুবক-যুবতীদের উদ্দেশে বাস্তবধর্মী জীবন-যাপন নিয়ে কথা বলেন ও তাদের এখন থেকেই সে সকল বিষয় করণীয় সেগুলো তুলে ধরেন। সহভাগিতা শেষে তিনি সংঙ্গীত পরিবেশন করেন। এরপর একটি নাটিকা উপস্থান করা হয়।
দ্বিতীয় অধিবেশনে বক্তব্য রাখেন সোসাইটির সেক্রেটারি মি. ইমানুয়েল বাপ্পী মন্ডল। তিনি সোসাইটির উন্নয়নের চিত্র সকলের সামনে তুলে ধরেন।
চেয়ারম্যান মি. আগষ্টিন পিউরীফিকেশন সোসাইটিকে কত উচ্চতায় নিয়ে গেছে সেই বিষয়ে সকলের তিনি সহভাগিতা করেন।