নাগরী খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: এর ৬২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

আপলোড সময় : ০৬-১০-২০২৪ ১২:০৯:২৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৬-১০-২০২৪ ১২:১৫:০৭ পূর্বাহ্ন
২৭ সেপ্টেম্বর, ২০২৪ইং তারিখ রোজ শুক্রবার সেন্ট নিকোলাস স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে সমিতির চেয়ারম্যান ফিলিপ গমেজের সভাপতিত্বে এবং সদস্যদের অংশগ্রহণে এই বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরী ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার খোকন ভিনসেন্ট গমেজ, বিশেষ অতিথি ছিলেন সেন্ট নিকোলাস স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল ব্রাদার লিটন রিবেরু সিএসসি, এছাড়াও উপস্থিত ছিলেন দি সেন্ট্রাল এসোসিয়েশন অব খ্রীষ্টান কো-অপারেটিভস (কাককো) লি: এর চেয়ারম্যান পংকজ গিলবার্ট কস্তা, দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:, ঢাকা (ঢাকা ক্রেডিট)-এর প্রেসিডেন্ট ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়াসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।

বার্ষিক সাধারণ সভার শুরুতে সভাপতি অতিথিদের নিয়ে আসন গ্রহণ করেন এবং আলোচ্যসূচী অনুসারে বার্ষিক সাধারণ সভা আরম্ভ করেন। সমিতির পক্ষ হতে অতিথিদের শুভেচ্ছা জানিয়ে মঞ্চে আসনগ্রহণ করানো হয়।

এরপর জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা এবং সমবায়ী পতাকা উত্তোলন করা হয়। পরে অনুষ্ঠিত হয় বক্তব্য পর্ব।

এসময় বক্তারা নাগরী ক্রেডিটের কার্যক্রম নিয়ে আলোচনা করেন। এর পর আলোচ্যসূচী অনুযায়ী সদস্য-সদস্যাদের সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়ে বার্ষিক সাধারণ সভা সম্পন্ন হয়।

বার্ষিক সাধারণ সভায় ২০২৩-২০২৪ আর্থিক বছরে শেয়ারের উপর ১২% লভ্যাংশ এবং সাধারণ ঋণ ও সেবামাস বিশেষ ঋণের বিপরীতে ২৫% রিবেট প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়।

সংবাদ : নাগরী খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: এর ফেসবুক পেজ।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক: আগষ্টিন প্রতাপ গমেজ 
নির্বাহী সম্পাদক: পেপিলন হেনরি পিউরীফিকেশন 


প্রধান বার্তা সম্পাদক: সাগর সঞ্জীব কোড়াইয়া 

চিফ অব প্রোডাকশন ও বার্তা সম্পাদক: প্রবীর মন্ডল  

অফিস:

আর্চবিশপ মাইকেল ভবন
১১৬/১ মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ইমেল: info@neersangbad.com / neersangbad@gmail.com
ফোন: 0255027691-94, 09609006611