ময়মনসিংহ কালবের “ছ” অঞ্চলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপলোড সময় : ০৬-১০-২০২৪ ০৯:৫৬:০৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৬-১০-২০২৪ ০৯:৫৯:২৭ পূর্বাহ্ন

৫ই অক্টোবর (শনিবার) ময়মনসিংহ কারিতাস আঞ্চলিক মিলনায়তনে বৃহত্তর ময়মনসিংহ “ছ” অঞ্চলের কালব ভুক্ত ক্রেডিট ইউনিয়ন সমূহের উন্নয়নকল্পে করণীয় বিষয়ে ক্রেডিট ইউনিয়ন এর নেতৃবৃন্দের সাথে কালব ব্যবস্থাপনা কমিটির মতবিনিময় সভা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালবের চেয়ারম্যান মি. আগষ্টিন পিউরিফিকেশন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কালবের সেক্রেটারী জনাব আতিকুল্লাহ সরকার,  ট্রেজারার নরেশ চন্দ্র বিশ্বাস, ”খ” অঞ্চলের ডিরেক্টর জনাব মো: ওয়াজেদ আলী খান, “গ” অঞ্চলের ডিরেক্টর শেখ সহিদুল ইসলাম, ”ছ” অঞ্চলের ডিরেক্টর মি. রতন চন্দ্র রায়। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কালবের জেনারেল ম্যানেজার প্যাট্রিক পালমা এবং কালব রিসোর্ট এন্ড কনভেনশন হলের সিইও মি. রোমেল এইচ. ক্রুশ। অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লি: এর সেক্রেটারী ইমানুয়েল বাপ্পী মন্ডল।

 

 

“ছ” অঞ্চলের ডিরেক্টর জনাব মোহাম্মদ সাইফুদ্দিন আহমেদ সবুজের সভাপতিত্বে দুপুর ২টায় এই মতবিনিময় সভা শুরু হয়।

 

এর আগে কালব “ছ” অঞ্চলের কর্মকর্তাদের অংশগ্রহণে স্বচ্ছতা, জবাবদিহিতা ও ক্রেডিট ইউনিয়নে সুশাসন নিশ্চিতকরণে করণীয় শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়।   




সংবাদ বিজ্ঞপ্তি।
 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক: আগষ্টিন প্রতাপ গমেজ 
নির্বাহী সম্পাদক: পেপিলন হেনরি পিউরীফিকেশন 


প্রধান বার্তা সম্পাদক: সাগর সঞ্জীব কোড়াইয়া 

চিফ অব প্রোডাকশন ও বার্তা সম্পাদক: প্রবীর মন্ডল  

অফিস:

আর্চবিশপ মাইকেল ভবন
১১৬/১ মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ইমেল: info@neersangbad.com / neersangbad@gmail.com
ফোন: 0255027691-94, 09609006611