একাই একটি দ্বীপ কিনলেন নেইমার, দাম জানলে চমকে উঠবেন!

আপলোড সময় : ১১-১০-২০২৪ ০৮:০৫:১৯ অপরাহ্ন , আপডেট সময় : ১১-১০-২০২৪ ০৮:০৫:১৯ অপরাহ্ন

দীর্ঘদিন মাঠের বাইরে ব্রাজিল ফুটবলের পোস্টারবয় নেইমার। সেই নেইমার মাঠে না থাকলেও আছেন খবরে, আছেন শিরোনামে। এবার পাওয়া গেল নতুন খবর। নিজেই একটি দ্বীপ পুরোটা কিনে নিচ্ছেন এই তারকা। ব্রাজিলের রাজধানী রিও ডি জেনিরোর কাছাকাছি ইলাহাও দো জাপাও নামের দ্বীপটি কিনছেন তিনি।

বিলাসবহুল সম্পত্তি নেইমারের জন্য নতুন নয়। ব্রাজিলের মানগারাতিবা রিসোর্টে তার একটি ছয় বেডরুমের বাড়ি আছে। এ ছাড়া সাও পাওলোর কাছে আছে তার আরেকটি বিলাসবহুল বাড়ি। এবার যুক্ত হচ্ছে ব্যক্তিগত একটি দ্বীপও।

কিন্তু প্রশ্ন হলো- ঠিক কত টাকা ব্যয়ে এই দ্বীপটি কিনছেন নেইমার? জানা গেছে, এটি কিনতে নেইমারের খরচ হবে ৯০ লাখ ইউরো, বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২০ কোটি টাকা। বর্তমান নেইমার এই দ্বীপেই থাকছেন, কিন্তু প্রতিদিন খরচ হচ্ছে ৫০ হাজার ইউরো।

ইলাহাও দো জাপাও দ্বীপটির বর্তমান মালিকানা কানাডিয়ান প্রতিষ্ঠানের। রিও ডি জেনিরো থেকে দ্বীপটিতে পৌঁছাতে হেলিকপ্টারে ৩৫ মিনিট লাগে। এ মুহূর্তে দ্বীপটির মালিকানা প্রতিষ্ঠানের একটি হেলিকপ্টার আছে, যেটি নেইমারের হবে। আগে দ্বীপটির দাম ১ কোটি ২০ লাখ ইউরো চেয়েছিল তারা। এখন ৩০ লাখ ইউরো দাম কমিয়ে চাওয়ায় এটা কিনতে যাচ্ছেন নেইমার।

দ্বীপটি সব মিলিয়ে তিন হেক্টরের। সেখানে ইন্দোনেশিয়ান স্টাইলের একটি মূল ভিলা, দুটি স্যুইট, একটি মাছের পুকুর ও সমুদ্রের দিক মুখ করা তিনটি বাংলো আছে। দ্বীপটিতে একই সঙ্গে ১০ জন অতিথি থাকতে পারবেন।

স্পোর্টস ডেস্ক
 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক: আগষ্টিন প্রতাপ গমেজ 
নির্বাহী সম্পাদক: পেপিলন হেনরি পিউরীফিকেশন 


প্রধান বার্তা সম্পাদক: সাগর সঞ্জীব কোড়াইয়া 

চিফ অব প্রোডাকশন ও বার্তা সম্পাদক: প্রবীর মন্ডল  

অফিস:

আর্চবিশপ মাইকেল ভবন
১১৬/১ মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ইমেল: info@neersangbad.com
ফোন: 0255027691-94, 09609006611