দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ-এর আয়োজনে শুলপুর ধর্মপল্লীতে শিক্ষা সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ ২৫ অক্টোবর, সকাল ১১টায় শুলপুর চার্চ কমিউনিটি সেন্টারে অত্র অঞ্চলে বসবাসরত সোসাইটির সদস্যদের অংশগ্রহণে সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে সোসাইটির সম্মানিত চেয়ারম্যান মি. আগষ্টিন পিউরীফিকেশন উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য প্রদান করেন। সোসাইটির ভাইস-চেয়ারম্যান ও শিক্ষা উপ-কমিটির আহ্বায়ক মি. অপূর্ব যাকোব রোজারিও’র সভাপতিত্বে ও লোন কমিটির সেক্রেটারি লিংকার্স বি রোজারিও'র উপস্থাপনায় সেমিনারে সোসাইটির পক্ষে বক্তব্য প্রদান করে সোসাইটির সেক্রেটারি মি. ইমানুয়েল বাপ্পী মন্ডল, পরিচালক-অর্থ ও প্রশাসন মি. বাদল বি. সিমসাং, আভ্যন্তরীণ নিরীক্ষা ও পর্যবেক্ষণ কমিটির সেক্রেটারি মি. জন গমেজ, সদস্য মিসেস মায়া মনিকা গাঙ্গুলী।
শিক্ষা সেমিনারে শুলপুর ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার কমল কোড়াইয়া প্রার্থনা মাধ্যমে শুরু করেন। এরপর বরণ নৃত্যে ও ফুল দিয়ে সকলকে শুভেচ্ছা জানানো হয়। শিক্ষা সেমিনারে স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থেকে তাদের মূল্যবান মতামত ব্যক্ত করেন। তারা সকলেই বর্তমান পরিষদের গৃহীত সকল কর্মকান্ড সম্পর্কে ভূয়সী প্রশংসা করেন এবং আগামী দিনগুলো সকল প্রকার সহযোগিতার করার দৃঢ় প্রত্যাশা ব্যক্ত করেন।
সোসাইটির চেয়ারম্যান ও সেক্রেটারি তাদের বক্তব্যের মধ্য দিয়ে হাউজিং সোসাইটির উন্নয়নের নানাদিক তুলে ধরেন এবং হাউজিং সোসাইটিতে দৃশ্যমান বিনিয়োগে সকলের অংশগ্রহণের জন্য সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
শিক্ষা সেমিনারে শুলপুর ধর্মপল্লীর ৫০০ অধিক সদস্য-সদস্যা ও শুভাকাঙ্ক্ষী উপস্থিত থেকে সক্রিয় অংশগ্রহণ করেন। হাউজিং সোসাইটির ট্রেজারার মি. ইউজিন কোড়াইয়া’সহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
পরিশেষে শিক্ষা সেমিনারের সভাপতি ধন্যবাদ বক্তব্য প্রদান শেষে ডিরেক্টর মি. প্রতাপ এ গমেজের প্রার্থনার মধ্য দিয়ে সমাপ্ত হয়।