মনিপুরীপাড়ায় হাউজিং সোসাইটির শিক্ষা সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপলোড সময় : ১৪-১১-২০২৪ ০৮:২৭:৪৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৬-১১-২০২৪ ১২:৫৯:৪৬ অপরাহ্ন

ঢাকার মনিপুরীপাড়ায় বসবাসরত সোসাইটির সদস্য-সদস্যা, উপদেষ্টামন্ডলী ও শুভাকাঙ্খীবৃন্দের উপস্থিতিতে শিক্ষা সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ১২ নভেম্বর ২০২৪ খ্রি. মঙ্গলবার, সন্ধ্যায় সোসাইটির প্রধান কার্যালয় আর্চবিশপ মাইকেল ভবনের অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ও মূল আলোচক হিসাবে উপস্থিত ছিলেন সোসাইটির সম্মানিত চেয়ারম্যান মি. আগষ্টিন পিউরীফিকেশন। সোসাইটির ভাইস-চেয়ারম্যান মি. অপূর্ব যাকোব রোজারিও’র সভাপতিত্বে ও  লোন বিভাগের চেয়ার‌ম্যান মি. ডিউক পি. রোজারিও’র সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন সেক্রেটারি মি. ইমানুয়েল বাপ্পী মন্ডল, পরিচালক, অর্থ ও প্রশাসন মি. বাদল বি. সিমসাং, ট্রেজারার মি. ইউজিন কোড়াইয়া, সোসাইটির সকল কর্মকর্তাবৃন্দ। 

     

অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত ছিলেন বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট মি. নির্মল রোজারিও, উপদেষ্টা-মি. শীতল গমেজ, মি. ইউজিন পিউস গমেজ, বীর মুক্তিযোদ্ধা জোনাস গমেজ, মি. গিলবার্ট গমেজ, মি. অনিল লিও কস্তাসহ প্রমুখ ব্যক্তিবর্গ।



প্রায় দুই শতাধিক ব্যক্তিবর্গের অংশগ্রহণে সভাটি পরিচালিত হয়। সভার শুরুতে মি. লাজারুস খোকন গমেজের প্রার্থনা করেন এবং ফুল দিয়ে সককে শুভেচ্ছা জানান। এরপর সভার সভাপতির শুভেচ্ছা বক্তব্যসহ ডিরেক্টর মি. প্রতাপ এ গমেজ, সুপারভিশন কমিটির চেয়ারম্যান মি. রতন এইচ পিউরীফিকেশন ও লোন কমিটির সেক্রেটারি মি. লিংকার্স রোজারিও শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। এরপর সেক্রেটারি মি. ইমানুয়েল বাপ্পী মন্ডল সোসাইটির সামগ্রিক উন্নয়ন চিত্র তুলে ধরে বক্তব্য উপস্থাপন করেন।



সম্মানিত চেয়ারম্যান মি. আগষ্টিন পিউরীফিকেশন তিনি তার বক্তব্যে সোসাইটিতে তার দায়িত্বকালীন সময়ে সদস্যদের কথা চিন্তা করে কিভাবে উন্নয়নের শিখরে সোসাইটিকে তুলে এনেছেন তা অত্যন্ত প্রাঞ্জল ভাষায় তুলে ধরেন। তিনি সোসাইটির এই সদস্যবান্ধব উন্নয়ন অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এবং সকলের প্রতি অনুরোধ জানান যেন সোসাইটির এই উন্নয়ন কেউ ক্ষুন্ন করতে না পারেন।



এরপর আগত অতিথি নেতৃবৃন্দ তাদের বক্তব্যে হাউজিং সোসাইটির বর্তমান কমিটিকে বিশেষ ধন্যবাদ জানান এবং ভূয়সী প্রশংসা করেন। পরিশেষে সভার সভাপতির সমাপনী ও ধন্যবাদ বক্তব্য ও সিস্টারের প্রার্থনার মাধ্যমে শিক্ষা সেমিনার ও মতবিনিময় সভাটি সমাপ্ত হয়।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক: আগষ্টিন প্রতাপ গমেজ 
নির্বাহী সম্পাদক: পেপিলন হেনরি পিউরীফিকেশন 


প্রধান বার্তা সম্পাদক: সাগর সঞ্জীব কোড়াইয়া 

চিফ অব প্রোডাকশন ও বার্তা সম্পাদক: প্রবীর মন্ডল  

অফিস:

আর্চবিশপ মাইকেল ভবন
১১৬/১ মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ইমেল: info@neersangbad.com / neersangbad@gmail.com
ফোন: 0255027691-94, 09609006611