আজ ঢাকা সেনানিবাস এলাকায় যান চলাচল সীমিত থাকবে

আপলোড সময় : ২১-১১-২০২৪ ১০:১০:৩৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ৩০-১১-২০২৪ ০৯:৩৫:৪১ পূর্বাহ্ন

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) ঢাকা সেনানিবাসে বিভিন্ন কর্মসূচি পালিত হবে। আর সেনানিবাসের এলাকার সড়ক যানজটমুক্ত রাখতে এর ভেতর দিয়ে সব ধরনের যানবাহন চলাচল সীমিত থাকবে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনানিবাসে নানা কর্মসূচি পালিত হবে। এদিন ঢাকা সেনানিবাসের শহীদ জাহাঙ্গীর গেট থেকে স্টাফ রোড পর্যন্ত প্রধান সড়ক যানজটমুক্ত রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ সকাল ৭টা থেকে বেলা ১১টা পর্যন্ত এবং দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সেনানিবাস এলাকা দিয়ে যান চলাচল না করতে অনুরোধ জানিয়েছে আইএসপিআর।

তবে সেনানিবাসে অবস্থানকারী ব্যক্তি এবং আমন্ত্রিত অতিথিদের বহনকারী যানবাহনগুলো এর আওতামুক্ত থাকবে বলে এতে উল্লেখ করা হয়েছে।


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক: আগষ্টিন প্রতাপ গমেজ 
নির্বাহী সম্পাদক: পেপিলন হেনরি পিউরীফিকেশন 


প্রধান বার্তা সম্পাদক: সাগর সঞ্জীব কোড়াইয়া 

চিফ অব প্রোডাকশন ও বার্তা সম্পাদক: প্রবীর মন্ডল  

অফিস:

আর্চবিশপ মাইকেল ভবন
১১৬/১ মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ইমেল: info@neersangbad.com / neersangbad@gmail.com
ফোন: 0255027691-94, 09609006611