মোহাম্মদপুর খ্রীষ্টান বহুমুখী সমবায় সমিতি লি: এর ২৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

আপলোড সময় : ২২-১১-২০২৪ ০৩:০৬:৫১ অপরাহ্ন , আপডেট সময় : ২২-১১-২০২৪ ০৩:২০:৫৮ অপরাহ্ন
২২ নভেম্বর ২০২৪ খ্রীঃ তারিখ রোজ শুক্রবার ফাদার পিনোস সেন্টার (সেন্ট তেরেজা স্কুল) প্রাঙ্গণে সমিতির চেয়ারম্যান আগষ্টিন বাড়ৈ টিটুর সভাপতিত্বে এবং সদস্যদের অংশগ্রহণে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার বিমল ফ্রান্সিস গমেজ এবং উপস্থিত ছিলেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। হাউজিং সোসাইটির ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন ডিরেক্টর মি. উজ্জ্বল রিবেরু এবং লোন কমিটির সদস্য মি. রানা দাস।

বার্ষিক সাধারণ সভার শুরুতে সভাপতি অতিথিদের নিয়ে আসন গ্রহণ করেন এবং আলোচ্যসূচী অনুসারে বার্ষিক সাধারণ সভা আরম্ভ করেন। সমিতির পক্ষ হতে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে মঞ্চে আসনগ্রহণ করানো হয়।

এরপর জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা এবং সমবায়ী পতাকা উত্তোলন করা হয়। পরে অনুষ্ঠিত হয় বক্তব্য পর্ব। এসময় বক্তারা সমিতির কার্যক্রম নিয়ে আলোচনা করেন। এর পর আলোচ্যসূচী অনুযায়ী সদস্য-সদস্যাদের সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়ে বার্ষিক সাধারণ সভা সম্পন্ন হয়।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক: আগষ্টিন প্রতাপ গমেজ 
নির্বাহী সম্পাদক: পেপিলন হেনরি পিউরীফিকেশন 


প্রধান বার্তা সম্পাদক: সাগর সঞ্জীব কোড়াইয়া 

চিফ অব প্রোডাকশন ও বার্তা সম্পাদক: প্রবীর মন্ডল  

অফিস:

আর্চবিশপ মাইকেল ভবন
১১৬/১ মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ইমেল: info@neersangbad.com / neersangbad@gmail.com
ফোন: 0255027691-94, 09609006611