বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করলো নীড় সংবাদ

আপলোড সময় : ২৮-১১-২০২৪ ১০:৪৮:১৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৮-১১-২০২৪ ১০:৪৯:৫৮ পূর্বাহ্ন

হাউজিং সোসাইটির মিডিয়ায় সংযোজন করা হলো আধুনিক প্রযুক্তিসহ নতুন নিউজ পোর্টাল, ফেসবুক পেইজ, ইউটিউব চেনেল । ২৬ নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, সোসাইটির প্রধান কার্যালয়ের হলরুমে মিডিয়া বিভাগের নীড় সংবাদ-ওয়েবসাইট, ফেইসবুক পেইজ, ইউটিউব চেনেল ও আর্কাইভস-এর শুভ উদ্বোধন করা হয়। একই সঙ্গে নীড় রিসোর্ট এণ্ড রেস্টুরেন্ট ও শান্তির নীড় প্রবীন নিবাস ও গেস্ট হাউজের ওয়েবসাইট ও ফেসবুক পেইজ -এর শুভ উদ্বোধন করা হয়।



সোসাইটির সম্মানিত  চেয়ারম্যান মি. আগষ্টিন পিউরীফিকেশন মিডিয়ায় সংযোজিত সকল মাধ্যম শুভ উদ্বোধন ঘোষণা করেন।

সোসাইটির সেক্রেটারি মি. ইমানুয়েল বাপ্পী মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই ছিল আসনগ্রহণ। আসনগ্রহণ করেন সোসাইটির সম্মানিত চেয়ারম্যান মি. আগষ্টিন পিউরীফিকেশন, ভাইস-চেয়ারম্যান মি. অপূর্ব যাকোব রোজারিও, পরিচালক অর্থ ও প্রশাসন মি. বাদল বি. সিমসাং, ট্রেজারার মি. ইউজিন কোড়াইয়া এবং বোর্ডের অন্যান্য সকল কর্মকর্তাবৃন্দ। পরিচালক অর্থ ও প্রশাসন মি. বাদল বি. সিমসাং এর প্রার্থনার মধ্যদিয়ে অনুষ্ঠানের শুরু হয়। পরে শুভেচ্ছা ও মিডিয়ার সম্পর্কিত বক্তব্য রাখেন সেক্রেটারি মি. ইমানুয়েল বাপ্পী মন্ডল।

একই সাথে মিডিয়া বিভাগের বিভিন্ন দিক ও সোসাইটির বিভিন্ন প্রকল্পের ভিডিও প্রদর্শন করা হয়। এরপর সোসাইটির চেয়ারম্যান মি. আগষ্টিন পিউরীফিকেশন রিবন কাটার মধ্যদিয়ে এ সকল কিছুর উদ্বোধন করেন এবং মিডিয়া বিভাগের আইডি কার্ড কর্মীদের হাতে তুলে দেন। পরে তিনি সকলের নিকট তার সহভাগিতা তুলে ধরেন ও যাদের শ্রমের মধ্যদিয়ে এর যাত্রা শুরু হয়েছে তাদের সবাইকে ধন্যবাদ প্রদান করেন।



পরিশেষে সমাপনী বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান মি. অপূর্ব যাকোব রোজারিও এবং মি. ডিউক রোজারিও’র প্রার্থনার মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক: আগষ্টিন প্রতাপ গমেজ 
নির্বাহী সম্পাদক: পেপিলন হেনরি পিউরীফিকেশন 


প্রধান বার্তা সম্পাদক: সাগর সঞ্জীব কোড়াইয়া 

চিফ অব প্রোডাকশন ও বার্তা সম্পাদক: প্রবীর মন্ডল  

অফিস:

আর্চবিশপ মাইকেল ভবন
১১৬/১ মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ইমেল: info@neersangbad.com / neersangbad@gmail.com
ফোন: 0255027691-94, 09609006611