বিশপীয় ন্যায় ও শান্তি কমিশন আয়োজিত আন্তর্জাতিক মানবাধিকার দিবস-২০২৪ অনুষ্ঠিত

আপলোড সময় : ১০-১২-২০২৪ ০৮:২০:০৬ অপরাহ্ন , আপডেট সময় : ১১-১২-২০২৪ ০৮:৪৭:০৩ পূর্বাহ্ন

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষ্যে কাথলিক মণ্ডলীর বিশপীয় ন্যায় ও শান্তি কমিশনের উদ্যোগে ৯ ডিসেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দে, সিবিসিবি সেন্টারে ‘মানবাধিকার ওপেন ফোরাম’ অনুষ্ঠিত হয়েছে।

এবারের প্রতিপাদ্য: “মানবাধিকার প্রতিষ্ঠায় ঐক্য, অংশগ্রহণ ও প্রেরণকর্মের মাধ্যমে সিনোডাল মন্ডলী গঠন’।


মানবাধিকার প্রতিষ্ঠায় ঐক্য, অংশগ্রহণ ও প্রেরণকর্মের মাধ্যমে সিনোডাল মণ্ডলী গঠন’-প্রতিপাদ্য নিয়ে সভায় সভাপতিত্ব করেন কমিশনের চেয়ারম্যান বিশপ জের্ভাস রোজারিও। সভায় বাংলাদেশের জাতীয় মানবাধিকার কমিশনের সচিব মি. সেবাষ্টিন রেমা দেশের মানবাধিকার সমসাময়িক প্রেক্ষাপট নিয়ে বক্তব্য রাখেন। কাথলিক মণ্ডলীর সামাজিক ও ধর্মীয়, যুব, আদিবাসী, শ্রমিক নেতৃবৃন্দ, মিডিয়া ও মানবাধিকার কর্মীসহ ৬০জন অংশগ্রহণ করেন।

      

ওপেন ফোরামে হাউজিং সোসাইটির সেক্রেটারি পক্ষে মি. ইমানুয়েল বাপ্পী মন্ডল ও পরিচালক, অর্থ ও প্রশাসন মি. বাদল বি. সিমসাং অংশগ্রহণ করেন। এ সময়ে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের সভাপতি মি. নির্মল রোজারিও, কাককো’র প্রেসিডেন্ট মি. পংকজ জি. কস্তা, ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট মি. হেমন্ত আই কোড়াইয়া, কারিতাস বাংলাদেশের নির্বাহী পরিচালক মি. সেবাষ্টিয়ান রোজারিও, খ্রীষ্টীয় যোগাযোগ কেন্দ্রের পরিচালক ফাদার বুলবুল এ রিবেরু ও বিভিন্ন সম্প্রদায়ের ফাদার, সিস্টারগণ, যুব নেতৃবৃন্দ। 


কমিশনের সেক্রেটারি ফাদার ড. লিটন এইচ গমেজ আয়োজনের লক্ষ্য উদ্দেশ্য উপস্থাপন করেন। হাউজিং সোসাইটির পক্ষ্যে সেক্রেটারি মি. ইমানুয়েল বাপ্পী মন্ডল তিনি তার বক্তব্য উপস্থাপন করেন।  এরপর প্রত্যেকেই ওপেন ফোরামে অংশগ্রহণ করেন। আলোচনায় চার্চে শিশুদের সুষম পরিবেশ, সুরক্ষা, শিক্ষা ও গঠন এবং মৌলিক চাহিদার বিষয়সমূহ বিবেচনা করে; নারীদের মর্যাদা ও অধিকার রক্ষা, বৈষম্য দূরকরণ, অত্যাচার ও নির্যাতন থেকে মুক্তি জন্য কাজ করে; কৃষ্টি ও ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার নিশ্চিতকরণ যেমন আদিবাসী, অভিবাসী, প্রান্তিক জনগোষ্টির সাথে সম্প্রীতি ও শান্তিতে থাকা; মানুষের নৈতিক ও মানবিক সংঘাত, দ্বন্দ্ব, সহিংসা ও সন্ত্রাসী অবস্থায় নিরাপত্তা, ভ্রাতৃত্ব, মিলন ও শান্তির পক্ষ সমর্থন করে-এ বিষয়গুলো তুলে ধরা হয়। 


উল্লেখ্য, এবারের বড়দিনে মানবাধিকার দিবস উপলক্ষ্যে বিশপীয় ন্যায় ও শান্তি কমিশনের আয়োজনে ১৫০টি পরিবারে বড়দিনের উপহার হিসাবে নিত্য ব্যবহার্য সামগ্রী ও নগদ অর্থ প্রদান কার্যক্রমে দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন। হাউজিং সোসাইটির সম্মানিত চেয়ারম্যান মি. আগষ্টিন পিউরীফিকেশনের নির্দেশনায় সোসাইটির সেক্রেটারি মি. ইমানুয়েল বাপ্পী মন্ডল এ উপহার কমিশনের সচিবের নিকট তুলে দেওয়া দেন।

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক: আগষ্টিন প্রতাপ গমেজ 
নির্বাহী সম্পাদক: পেপিলন হেনরি পিউরীফিকেশন 


প্রধান বার্তা সম্পাদক: সাগর সঞ্জীব কোড়াইয়া 

চিফ অব প্রোডাকশন ও বার্তা সম্পাদক: প্রবীর মন্ডল  

অফিস:

আর্চবিশপ মাইকেল ভবন
১১৬/১ মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ইমেল: info@neersangbad.com / neersangbad@gmail.com
ফোন: 0255027691-94, 09609006611