হাউজিং সোসাইটি লিঃ-এর ৩৭তম বার্ষিক সাধারণ সভার বিজ্ঞপ্তি

আপলোড সময় : ২০-১২-২০২৪ ০৮:২০:৪৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৮-০১-২০২৫ ০৭:৪৮:৪২ অপরাহ্ন
আগামী ০৪ জানুয়ারী ২০২৫ খ্রি:, শনিবার  দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ-এর ৩৭তম বার্ষিক সাধারণ সভার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে৤ ১৫ ডিসেম্বর সমিতির সেক্রেটারি মি. ইমানুয়েল বাপ্পী মন্ডলের স্বাক্ষরিত সমিতির এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানা গেছে৤  উল্লেখিত দিনে সকাল ৮:৩০ মিনিট থেকে সকাল ১০:০০ মিনিটের উপস্থিত হয়ে হজিরা খাতায় স্বাক্ষর করার আহ্বান করা হয়েছে৤ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে সভায় সদস্য-সদস্যাদের নিজ নিজ পরিচয়পত্র/ছবিযুক্ত পাশ বই এবং সাধারণ সভার প্রতিবেদনসহ যথাসময়ে সকলকে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করা হয়েছে৤  




দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ-এর ৩৭তম বার্ষিক সাধারণ সভার বিজ্ঞপ্তি

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক: আগষ্টিন প্রতাপ গমেজ 
নির্বাহী সম্পাদক: পেপিলন হেনরি পিউরীফিকেশন 


প্রধান বার্তা সম্পাদক: সাগর সঞ্জীব কোড়াইয়া 

চিফ অব প্রোডাকশন ও বার্তা সম্পাদক: প্রবীর মন্ডল  

অফিস:

আর্চবিশপ মাইকেল ভবন
১১৬/১ মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ইমেল: info@neersangbad.com / neersangbad@gmail.com
ফোন: 0255027691-94, 09609006611