মাউছাইদ ক্রেডিটের ৪৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

আপলোড সময় : ১৮-০১-২০২৫ ০১:২৮:১০ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৮-০১-২০২৫ ০১:৩০:০২ পূর্বাহ্ন

শুক্রবার, ১৭ই জানুয়ারী২০২৫ তারিখে মাউছাইদ খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ৪৬তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচিত কমিটির শপথ গ্রহন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন সমিতির সম্মানিত সভাপতি মিঃ পেপিলন হেনরী পিউরীফিকেশন। সঞ্চালনা করেন সমিতির সম্মানিত সম্পাদক মিঃ ডমিনিক কাজল ডি' কস্তা।





সভায়
প্রধান অতিথির আসন অলংকৃত করেন কালব এবং দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ এর সম্মানিত চেয়ারম্যান মিঃ আগষ্টিন পিউরীফিকেশন, গেষ্ট অব অনার হিসাবে উপস্থিত ছিলেন শ্রদ্ধেয় ফাদার ডমিনিক সেন্টু রোজারিও (পাল-পুরোহিত, মাউছাইদ ধর্মপল্লী), মিঃ পংকজ গিলবার্ট কস্তা (চেয়ারম্যান, কাককো), মিঃ ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া (প্রেসিডেন্ট, দি-খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ ঢাকা), আরো উপস্থিত ছিলেন বিভিন্ন সমিতির সম্মানিত চেয়ারম্যান ও সেক্রেটারী, সম্মানিত উপদেষ্টা মন্ডলী, সম্মানিত সদস্য/সদস্যাবৃন্দ।

প্রেস বিজ্ঞপ্তি






 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক: আগষ্টিন প্রতাপ গমেজ 
নির্বাহী সম্পাদক: পেপিলন হেনরি পিউরীফিকেশন 


প্রধান বার্তা সম্পাদক: সাগর সঞ্জীব কোড়াইয়া 

চিফ অব প্রোডাকশন ও বার্তা সম্পাদক: প্রবীর মন্ডল  

অফিস:

আর্চবিশপ মাইকেল ভবন
১১৬/১ মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ইমেল: info@neersangbad.com / neersangbad@gmail.com
ফোন: 0255027691-94, 09609006611