
দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচন-২০২৫ এর অদ্য ১৯ জানুয়ারি, রবিবার ছিল মনোনয়নপত্র বাছাই শেষে প্রাথমিক খসড়া তালিকা প্রকাশের দিন। এ উপলক্ষে নির্বাচন কমিশন আজ সন্ধ্যায় সমিতির নোটিশ বোর্ডে বৈধ এবং বাতিলকৃত প্রার্থীদের প্রাথমিক খসড়া তালিকা প্রকাশ করেছে।
নির্বাচন কমিশনের নোটিশ অনুযায়ী জানা গেছে বিভিন্ন পদে মোট ৫৬টি মনোনয়নপত্র নির্বাচন কমিটির নিকট দাখিল করা হয়। যাচাই বাছা শেষে বৈধ এবং বাতিলকৃত প্রার্থীদের প্রাথমিক খসড়া তালিকা প্রকাশ করা হলো। উল্লেখ্য যে, আগামী ৮ ফেব্রুয়ারী, ২০২৫ খ্রিষ্টাব্দ, রোজ শনিবার সকাল ৮:৩০ মিনিট থেকে বিকাল ৪:৩০ মিনিট পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহন হবে। স্থান: বটমলী হোম বালিকা উচ্চ বিদ্যালয়, ঢাকা।