শান্তির নীড় প্রবীণ নিবাস ও গেস্ট হাউস-এর শুভ উদ্বোধন ও আশীর্বাদ অনুষ্ঠিত

আপলোড সময় : ১৯-০২-২০২৫ ০৯:১৩:০৪ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-০২-২০২৫ ০৯:১৩:০৪ অপরাহ্ন

দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ-এর বর্তমান ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মি. আগষ্টিন পিউরীফিকেশন ও তার পরিষদ কর্তৃক বাস্তবায়িত সোসাইটির সর্ববৃহৎ আয়বর্ধকমূলক প্রকল্পের মধ্যে আজ ১৭ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি. তারিখে শান্তির নীড় প্রবীণ নিবাস ও গেস্ট হাউস উদ্বোধন ও আশীর্বাদ অনুষ্ঠিত হয়। প্রকল্পটি উদ্বোধন ও আশীর্বাদ করেন ঢাকার পরম শ্রদ্ধেয় আর্চবিশপ বিজয় এন. ডি’ক্রুজ ওএমআই ও সভাপতিত্ব করেন সোসাইটির সম্মানিত চেয়ারম্যান মি. আগষ্টিন পিউরীফিকেশন। সকাল সারে দশটায় সোসাইটির সেক্রেটারির সঞ্চালনায় মঠবাড়ীতে শান্তির নীড় উদ্বোধন করা হয় এ সময়ে মঠবাড়ী ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার সুব্রত বি. টলেন্টিনু সিএসসি উপস্থিত থেকে প্রার্থনা ও জলসিঞ্চনে সহায়তা করেন।



আর্চবিশপ মহোদয় ও সোসাইটির চেয়ারম্যান প্রথমে ফিতা কাটেন এবং এরপর ফলক উন্মোচন করেন। এরপর কবুতর উড়িয়ে শান্তির বার্তা প্রদান করেন।  উদ্বোধন ও আশীর্বাদ অনুষ্ঠানে সোসাইটির নবনির্বাচিত চেয়ারম্যান মি. আগষ্টিন প্রতাপ গমেজ ও কাককোর ভাইস চেয়ারম্যান মি, অ‌নিল লিও কস্তা ও‌ সোসাইটির সকল কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন সোসাইটির উপদেষ্টামণ্ডলী, সমবায়ের বিভিন্ন প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ, স্থানীয় নেতৃবৃন্দসহ কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানে প্রধান অতিথি, চেয়ারম্যান ও নবনির্বাচিত চেয়ারম্যানসহ ব্যবস্থাপনা কমিটির সকলকেই ফুল দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করা হয়। শুভেচ্ছা বক্তব্য, ডকুমেন্টরি প্রদর্শনের মাধ্যমে অনুষ্ঠান সাজানো হয়।



প‌রি‌শে‌ষে আর্চবিশপ ম‌হোদ‌য়ে প্রার্থনা ও আশীর্বা‌দের মধ্য দি‌য়ে অনুষ্ঠান শেষ।


সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক: আগষ্টিন প্রতাপ গমেজ 
নির্বাহী সম্পাদক: পেপিলন হেনরি পিউরীফিকেশন 


প্রধান বার্তা সম্পাদক: সাগর সঞ্জীব কোড়াইয়া 

চিফ অব প্রোডাকশন ও বার্তা সম্পাদক: প্রবীর মন্ডল  

অফিস:

আর্চবিশপ মাইকেল ভবন
১১৬/১ মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ইমেল: info@neersangbad.com / neersangbad@gmail.com
ফোন: 0255027691-94, 09609006611