
দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ-এর বর্তমান ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মি. আগষ্টিন পিউরীফিকেশন ও তার পরিষদ কর্তৃক বাস্তবায়িত সোসাইটির সর্ববৃহৎ আয়বর্ধকমূলক প্রকল্পের মধ্যে ১৭ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি. তারিখে নীড় রিসোর্ট এণ্ড রেস্টুরেন্টের শুভ উদ্বোধন ও আশীর্বাদ অনুষ্ঠিত হয়। প্রকল্পটি উদ্বোধন ও আশীর্বাদ করেন ঢাকার পরম শ্রদ্ধেয় আর্চবিশপ বিজয় এন. ডি’ক্রুজ ওএমআই ও সভাপতিত্ব্ করেন সোসাইটির সম্মানিত চেয়ারম্যান মি. আগষ্টিন পিউরীফিকেশন। দুপুর সারে বারটায় নীড় রিসোর্ট উদ্বোধন ও জল সিঞ্চনের মধ্যদিয়ে আশীর্বাদিত করা হয়। এ সময়ে পবিত্র ক্রুশ সংঘের ভাদুন সেন্টারের পরিচালক ফাদার জেমস ক্রুজ সিএসসি উপস্থিত থেকে প্রার্থনা ও জলসিঞ্চনে সহায়তা করেন।

আর্চবিশপ মহোদয় ও সোসাইটির চেয়ারম্যান প্রথমে ফিতা কাটেন এবং এরপর ফলক উন্মোচন করেন। এরপর কবুতর উড়িয়ে শান্তির বার্তা প্রদান করেন। উদ্বোধন ও আশীর্বাদ অনুষ্ঠানে সোসাইটির নবনির্বাচিত চেয়ারম্যান মি. আগষ্টিন প্রতাপ গমেজ ও কাককোর ভাইস চেয়ারম্যান মি, অনিল লিও কস্তা ও সোসাইটির সকল কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন সোসাইটির উপদেষ্টামণ্ডলী, সমবায়ের বিভিন্ন প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ, স্থানীয় নেতৃবৃন্দসহ কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি, চেয়ারম্যান ও নবনির্বাচিত চেয়ারম্যানসহ ব্যবস্থাপনা কমিটির সকলকেই ফুল দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করা হয়। শুভেচ্ছা বক্তব্য, ডকুমেন্টরি প্রদর্শনের মাধ্যমে অনুষ্ঠান সাজানো হয়।

পরিশেষে আর্চবিশপ মহোদয়ে প্রার্থনা ও আশীর্বাদের মধ্যদিয়ে অনুষ্ঠান শেষ।
