হাউিজং সাইটির ফ্ল্যাট প্রকল্পে নীড়- ৭৯, ১৩৫ ও ১৪১ শুভ উদ্বোধন ও আশীর্বাদ

আপলোড সময় : ১৯-০২-২০২৫ ১০:০৩:৪৯ অপরাহ্ন , আপডেট সময় : ২০-০২-২০২৫ ০১:৫৪:১৪ অপরাহ্ন

হাউজিং সোসাইটির সম্মানিত চেয়ারম্যান মি. আগষ্টিন পিউরীফিকেশন ভাটারায় ফ্ল্যাট প্রকল্পের নীড়-১৪১ এর শুভ উদ্বোধন করেন ১৮ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি এবং ফ্ল্যাট প্রকল্পের নীড়-৭৯ ও ১৩৫ এর শুভ উদ্বোধন করেন ১৯ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি। সোসাইটির সেক্রেটারি মি. ইমানুয়েল বাপ্পী মন্ডলের সঞ্চালনায় উদ্বোধন অনুষ্ঠানে প্রকল্পটি আশীর্বাদ করেন ফাদার মিল্টন কস্তা এসজে। এ সময়ে উপস্থিত ছিলেন হাউজিং সোসাইটির নবনির্বাচিত চেয়ারম্যান মি. আগষ্টিন প্রতাপ গমেজ, বর্তমান পরিচালক, অর্থ ও প্রশাসন মি. বাদল বি. সিমসাং, কাককো’র ভাইস-চেয়ারম্যান মি. অনিল লিও কস্তা, নয়ানগর ক্রেডিটের চেয়ারম্যান মি. রিপন রিচার্ড সরদার, সোসাইটির প্রাক্তন ডিরেক্টর মি. সমর কস্তাসহ উপদেষ্টাবৃন্দ, স্থানীয় নেতৃবৃন্দ, নবনির্বাচিত কমিটির সদস্যবৃন্দ ও এলোটিবৃন্দ।


প্রথমেই চেয়ারম্যান মহোদয় ও উপস্থিত সকলকে নিয়ে ফিতা কেঁটে ও ফলক উন্মোচনের মাধ্যমে শুভ উদ্বোধন ঘোষণা করেন হয়। এরপর ফাদার মিল্টন কস্তা এসজে প্রার্থনা, পবিত্র জল সিঞ্চনের দ্বারা পুরো বিল্ডিং আশীর্বাদিত করেন। অনুষ্ঠানের এ পর্যায়ে চেয়ারম্যান মি. আগষ্টিন পিউরীফিকেশন সকলের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন এবং উপস্থিত অতিথিবৃন্দ শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। পরিশেষে নবনির্বাচিত চেয়ারম্যান মি. আগষ্টিন প্রতাপ গমেজ সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানটি সমাপ্তি ঘোষণা করেন।







 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক: আগষ্টিন প্রতাপ গমেজ 
নির্বাহী সম্পাদক: পেপিলন হেনরি পিউরীফিকেশন 


প্রধান বার্তা সম্পাদক: সাগর সঞ্জীব কোড়াইয়া 

চিফ অব প্রোডাকশন ও বার্তা সম্পাদক: প্রবীর মন্ডল  

অফিস:

আর্চবিশপ মাইকেল ভবন
১১৬/১ মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ইমেল: info@neersangbad.com / neersangbad@gmail.com
ফোন: 0255027691-94, 09609006611