ঢাকা বিভাগীয় নব‌নিযুক্ত যুগ্ম নিবন্ধক মহোদয়ের সঙ্গে নবনির্বাচিত কমিটির সৌজন্য সাক্ষাৎ

আপলোড সময় : ২৬-০২-২০২৫ ০৫:৫২:৫০ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-০২-২০২৫ ০৫:৫৫:১৮ অপরাহ্ন
আজ ২৬ ফেব্রুয়ারী ২০২৫ খ্রিঃ বুধবার হাউিজং সোসাইটির নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটি, ঋণদান কমিটি ও আভ্যন্তরীণ নিরীক্ষা ও পর্যবেক্ষণ কমিটির কর্মকর্তাবৃন্দ ঢাকা বিভাগীয় সমবায় কার্যালয়ের নবনিযুক্ত যুগ্ম নিবন্ধক জনাব কামরুজ্জামান মহোদয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।



দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ-এর নবনির্বাচিত চেয়ারম্যান মি. আগষ্টিন প্রতাপ গমেজের নেতৃত্বে এ সময়ে সকল কর্মকর্তাবৃন্দ সৌজন্য সাক্ষাতে উপ‌স্থিত ছি‌লেন। সোসাইটির সেক্রেটারি মি. পেপিলন হেনরি পিউরীফিকেশন প্রথমেই মাননীয় বিভাগীয় যুগ্ম নিবন্ধক মহোদয়কে সোসাইটির পক্ষ থেকে শুভেচ্ছা জানান। এরপর চেয়ারম্যান মি. আগষ্টিন প্রতাপ গমেজ শুভেচ্ছা জ্ঞাপন করেন। এ সময়ে বিভাগীয় উপনিবন্ধক (অডিট, আইন ও সমিতি) জনাব তানিম রহমান, ঢাকা জেলা সমবায় পরিদর্শক জনাব তায়েফ মো: মোশারফ হোসেন চৌধুরী উপ‌স্থিত ছি‌লেন।



এক পর্যা‌য়ে চেয়ারম্যান ও সেক্রেটারি’সহ সোসাইটির নবনির্বাচিত ভাইস-চেয়ারম্যান মি. ডিউক পি. রোজারিও, পরিচালক-অর্থ ও প্রশাসন মি. জেমস ডি.রোজরিও, ট্রেজারার মি. ইউজিন কোড়াইয়া’সহ ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ, ঋণদান কমিটি ও আভ্যন্তরীণ নিরীক্ষা ও পর্যবেক্ষণ কমিটির কর্মকর্তাবৃন্দ উপস্থিত থেকে যুগ্ম নিবন্ধক ম‌হোদয়‌কে ফুল দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক: আগষ্টিন প্রতাপ গমেজ 
নির্বাহী সম্পাদক: পেপিলন হেনরি পিউরীফিকেশন 


প্রধান বার্তা সম্পাদক: সাগর সঞ্জীব কোড়াইয়া 

চিফ অব প্রোডাকশন ও বার্তা সম্পাদক: প্রবীর মন্ডল  

অফিস:

আর্চবিশপ মাইকেল ভবন
১১৬/১ মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ইমেল: info@neersangbad.com / neersangbad@gmail.com
ফোন: 0255027691-94, 09609006611