ঢাকার আর্চবিশপের সঙ্গে হাউজিং সোসাইটির নব-নির্বাচিত কমিটির সৌজন্য সাক্ষাৎ

আপলোড সময় : ০১-০৩-২০২৫ ০৮:১৪:১৩ অপরাহ্ন , আপডেট সময় : ০১-০৩-২০২৫ ০৮:১৫:৪৯ অপরাহ্ন

আজ ১ মার্চ রমনার আর্চবিশপস হাউজে ঢাকার পরম শ্রদ্ধেয় আর্চবিশপ বিজয় এন. ডি’ক্রুজ, ওএমআই’র সঙ্গে হাউজিং সোসাইটির নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটির কর্মকর্তাবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেন।



বিকাল পাঁচটায় সোসাইটির চেয়ারম্যান মি. আগষ্টিন প্রতাপ গমেজের নেতৃত্বে কর্মকর্তাবৃন্দ উপস্থিত হয়ে এ সৌজন্য সাক্ষাতে মিলিত হন। সোসাইটির সেক্রেটারি মি. পেপিলন হেনরি পিউরীফিকেশন সাক্ষাৎ পর্বের শুরতেই সকলকে পরিচয় করিয়ে দেন। এ সময়ে শ্রদ্ধেয় আর্চবিশপ মহোদয়কে সোসাইটির পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে তাকে ফুল ‍দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং ঢাকা মহাধর্মপ্রদেশের চেন্সেলর ফাদার মিলন্ট কোড়াইয়া ও রমনা সেন্ট মেরীস ক্যাথেড্রালের পাল পুরোহিত ফাদার আলবাট রোজারিও তাদেরও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।



সোসাইটির ট্রেজারার মি. ইউজিন কোড়াইয়া’সহ ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ, ঋণদান কমিটি ও আভ্যন্তরীণ নিরীক্ষা ও পর্যবেক্ষণ কমিটির সদস্যবৃন্দ এ সময়ে উপস্থিত ছিলেন। 

শ্রদ্ধেয় আর্চবিশপ মহোদয় তিনি হাউজিং সোসাইটির নির্বাচন অত্যন্ত সুষ্ঠ-সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হওয়ায় সকলকে ধন্যবাদ জানান এবং নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটির সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং আশীর্বাদ প্রদান করেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক: আগষ্টিন প্রতাপ গমেজ 
নির্বাহী সম্পাদক: পেপিলন হেনরি পিউরীফিকেশন 


প্রধান বার্তা সম্পাদক: সাগর সঞ্জীব কোড়াইয়া 

চিফ অব প্রোডাকশন ও বার্তা সম্পাদক: প্রবীর মন্ডল  

অফিস:

আর্চবিশপ মাইকেল ভবন
১১৬/১ মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ইমেল: info@neersangbad.com / neersangbad@gmail.com
ফোন: 0255027691-94, 09609006611