কাককো লিমিটেডের ৬ষ্ঠ ওপেন ফোরাম ও ১৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

আপলোড সময় : ২৩-০৩-২০২৫ ১২:৪৭:৩৮ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-০৪-২০২৫ ১০:০৫:০১ অপরাহ্ন
“উদ্ভাবন, প্রচেষ্টা ও উৎকর্ষতার মাধ্যমে সমৃদ্ধ জীবনের জন্য সমবায়” মূলসুরকে সামনে নিয়ে অনুষ্ঠিত হলো দি সেন্ট্রাল এসোসিয়েশন অব খ্রিস্টান কো-অপারেটিভস্ (কাককো) লিমিটেডের ৬ষ্ঠ ওপেন ফোরাম ও ১৪তম বার্ষিক সাধারণ সভা। ২০-২৩ মার্চ কক্সবাজার একটি হোটেলে এই ওপেন ফোরাম ও ১৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। কাক‌কোর ৬ষ্ঠ ফোরা‌ম চেয়ারম‌্যান মি, পংকজ গিলবার্ট কস্তার সভাপ‌তি‌ত্বে প্রধান অ‌তি‌থি ছি‌লেন চট্টগ্রাম মহাধর্মপ্রদে‌শের পরম শ্রদ্ধেয় আর্চবিশপ সুব্রত হাওলাদার সিএস‌সি। ফোরা‌মে উপ‌স্থিত ছি‌লেন কাকক‌কোর চেপ‌লেইন ড, ফাদার লিটন এইচ গ‌মেজ সিএস‌সি, কাক‌কোর প্রতিষ্ঠাতা চেয়ারম‌্যান মি, নির্মল রোজা‌রিও, ঢাকা ক্রেডি‌টের প্রাক্তন প্রেসি‌ডেন্ট মি, বাবু মার্কুজ গ‌মেজ , ঢাকা ক্রেডি‌টের সে‌ক্রেটা‌রি মাইকেল জন গ‌মেজ সহ ৫২ টি সদস্য সমিতির ডেলিগেটবৃন্দ উপস্থিত ছিলেন। 


“বেষ্ট কো-অপারেটিভ লিডার” এ্যাওয়ার্ড" সম্মানে ভূষিত হয়েছেন হাউজিং সোসাইটির সম্মানিত চেয়ারম্যান মি. আগষ্টিন প্রতাপ গমেজ 

দি সেন্ট্রাল এসোসিয়েশন অব খ্রীষ্টান কো-অপারেটিভস (কাককো) লিঃ, এর ২০২৩-২০২৪ অর্থবছরের “সেন্টার অব এক্সিল্যান্স” এ্যাওয়ার্ড এর প্রথম স্থান পেয়েছে দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:, ঢাকা (ঢাকা ক্রেডিট), ২য় স্থান দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লি: এবং তৃতীয় স্থান যৌথভাবে ধ‌রেণ্ডা খ্রীষ্টান কো অপা‌রে‌টিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ, এবং হাসনাবাদ খ্রীষ্টান কো অপা‌রে‌টিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ।

দি সেন্ট্রাল এসোসিয়েশন অব খ্রিস্টান কো-অপারেটিভস্ (কাককো) লিমিটেডের ৬ষ্ঠ ওপেন ফোরাম ও ১৪-তম বার্ষিক সাধারণ সভায় প্রথমবারের মত “দি বেষ্ট কো-অপারেটিভ লিডার” এ্যাওয়ার্ড" প্রদান করেন। কাককোর এ সম্মানে ভূষিত হয়েছেন দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লি: এর সম্মানিত চেয়ারম্যান মি. আগষ্টিন প্রতাপ গমেজ। 




“সেন্টার অব এক্সিল্যান্স” এ্যাওয়ার্ডটি প্রথম স্থান ঢাকা ক্রেডিট, পুরস্কার গ্রহণ ক‌রে‌ন সে‌ক্রেটা‌রি মি, মাইকেল জন গ‌মেজ ও অন‌্যান‌্য কর্মকর্তাগণ, দ্বিতীয় স্থান হাউজিং সোসাইটি, পুরস্কার গ্রহণ ক‌রেন সদ‌্য বিদায়ী চেয়ারম‌্যান মি, আগ‌ষ্টিন পিউরী‌ফি‌কেশন, পুরস্কার গ্রহ‌ণের সময় নব‌নির্বা‌চিত চেয়ারম‌্যান মি, আগ‌ষ্টিন প্রতাপ গমেজ, ভাইস চেয়ারম‌্যান মি. ডিউক পি, রোজা‌রিও, সে‌ক্রেটা‌রি মি. পে‌পিলন এইচ পিউরী‌ফি‌কেশন, ট্রেজারার মি, ইউজিন কোড়াইয়া, সোসাইটির এজিএম মি, রতন আর পে‌রেরা ও সিনিয়ার ম‌্যা‌নেজার মি, ম‌জেস র‌ডি্ক্স উপ‌স্থিত ছি‌লেন। তৃতীয় যুগ্মভা‌বে ধ‌রেণ্ডা খ্রীষ্টান কো অপা‌রে‌টিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ, পুরস্কার গ্রহণ ক‌রেন ভাইস চেয়ারম‌্যান মি, রি‌প্লি ডে‌নিস ক্রুজ ও  কর্মকর্তাগণ এবং হাসনাবাদ খ্রীষ্টান কো অপা‌রে‌টিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ, পুরস্কার গ্রহণ ক‌রেন চেয়ারম‌্যান মি আগ‌ষ্টিন রাজু কোড়াইয়া ও নেতৃবৃন্দ। সম্মননা প্রদান করেন কাককো’র চেয়ারম্যান পংকজ গিলবার্ট কস্তা, দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লি: (কালব) এর চেয়ারম্যান ও হাউজিং সোসাইটির সাবেক চেয়ারম্যান মি. আগষ্টিন পিউরীফিকেশন। এই সময়ে আরো উপস্থিত ছিলেন চট্রগ্রাম ধর্মপ্রদেশের আর্চবিশপ লরেন্স সুব্রত হাওলাদার, ঢাকা ক্রেডিটের প্রাক্তন প্রেসিডেন্ট নির্মল রোজারিও, বাবু মার্কুজ গমেজ সহ অন্যান্য নেতৃবৃন্দ।



কাককোর ওপেন ফোরামে ৫২ টি সদস্য সমিতির ডেলিগেটবৃন্দ উপস্থিত ছিলেন। ওপেন ফোরাম ও বার্ষিক সাধারণ সভায় বৈশ্বিক পরিস্থিতি ও আন্তর্জাতিক সমবায় বর্ষ উদযাপন, কৌশলগত কর্মপরিকল্পনা মূল্যায়ন, আর্থসামাজিক চ্যালেঞ্জ মোকাবেলায় খ্রীষ্টান সমবায় সমিতিসমূহের ভূমিকা ও করণীয়সহ বিভিন্ন যুগোপযুগি বিষয়সমূহ নিয়ে আলোচনা করা হয়।


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক: আগষ্টিন প্রতাপ গমেজ 
নির্বাহী সম্পাদক: পেপিলন হেনরি পিউরীফিকেশন 


প্রধান বার্তা সম্পাদক: সাগর সঞ্জীব কোড়াইয়া 

চিফ অব প্রোডাকশন ও বার্তা সম্পাদক: প্রবীর মন্ডল  

অফিস:

আর্চবিশপ মাইকেল ভবন
১১৬/১ মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ইমেল: info@neersangbad.com / neersangbad@gmail.com
ফোন: 0255027691-94, 09609006611