ইস্টারের দিন পর্যন্ত বৃষ্টির সম্ভাবনার কথা জানালো আবহাওয়া অফিস

আপলোড সময় : ১৭-০৪-২০২৫ ০৩:২৯:৪৭ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-০৬-২০২৫ ০৯:৫১:০৩ পূর্বাহ্ন

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত থেমে থেমে বৃষ্টি হয়েছে। ঢাকার আকাশে বেলা সাড়ে ১১টার দিক থেকে মেঘের আনাগোনা শুরু হয়। বৃষ্টি শুরু হয় দুপুর সোয়া ১২টার দিকে।

আবহাওয়া অফিস জানিয়েছে, আজ রাজধানীতে ১০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ ছাড়া বৃষ্টি হয়েছে কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, কুষ্টিয়াসহ দেশের বিভিন্ন স্থানে।

পূর্বাভাস বলা হয়েছে এই বৃষ্টি আগামী রোববার (২০ এপ্রিল) পর্যন্ত থাকতে পারে।

এতে আরও বলা হয়েছে, একই সময়ে দেশজুড়ে একনাগাড়ে বৃষ্টি হবে না। বৃষ্টি হতে পারে বিচ্ছিন্নভাবে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানিয়েছে, পদ্মা তীরবর্তী কুষ্টিয়া, মেহেরপুর, ফরিদপুর, মানিকগঞ্জ থেকে শুরু করে ঢাকা পর্যন্ত বজ্রমেঘ রয়েছে। এর প্রভাবেই বৃষ্টি হচ্ছে। মেঘের একটি সেল আছে নোয়াখালী ও উত্তর চট্টগ্রামের বিভিন্ন এলাকায়। এ মেঘের বিস্তার আগামী ২ থেকে ৪ ঘণ্টা থাকতে পারে।

তিনি আরও বলেন, এখন যে বৃষ্টি শুরু হয়েছে, তা আগামী রোববার পর্যন্ত চলতে পারে। দেশজুড়ে একনাগাড়ে এ বৃষ্টি হবে না। বৃষ্টি হবে বিচ্ছিন্নভাবে, দেশের বিভিন্ন প্রান্তে। এ সময়কার বৃষ্টির ধরন এমনই।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক: আগষ্টিন প্রতাপ গমেজ 
নির্বাহী সম্পাদক: পেপিলন হেনরি পিউরীফিকেশন 


প্রধান বার্তা সম্পাদক: সাগর সঞ্জীব কোড়াইয়া 

চিফ অব প্রোডাকশন ও বার্তা সম্পাদক: প্রবীর মন্ডল  

অফিস:

আর্চবিশপ মাইকেল ভবন
১১৬/১ মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ইমেল: info@neersangbad.com / neersangbad@gmail.com
ফোন: 0255027691-94, 09609006611