পুনরুত্থান পর্ব উপলক্ষ্যে অনুষ্ঠিত হলো ধরেন্ডা যুব কল্যাণ সংঘ আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

আপলোড সময় : ২২-০৪-২০২৫ ১২:১১:৪২ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-০৪-২০২৫ ০৯:৫১:২৯ অপরাহ্ন

পুনরুত্থান পর্ব উপলক্ষ্যে ২১ এপ্রিল ২০২৫ খ্রিঃ সোমবার এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে ধরেন্ডা যুব কল্যাণ সংঘ। 

অনুষ্ঠানে ধরেন্ডা যুব কল্যাণ সংঘের সভাপতি মি. বর্ষন মাথিয়াস গমেজের সভাপতিত্বে প্রধান অতিতি হিসাবে উপস্থিত ছিলেন দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ এর সম্মানিত চেয়ারম্যান মি. আগষ্টিন প্রতাপ গমেজ। 




গেষ্ট অব অনার হিসাবে উপস্থিত ছিলেন ধরেন্ডা ধর্মপলল্লীর পাল-পুরোহিত শ্রদ্ধেয় ফাদার অমল ডি' ক্রুজ এবং বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট মি. নির্মল রোজারিও। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ধরেন্ডা খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ প্রেসিডেন্ট মি. উজ্জ্বল শিমন রোজারিও, দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর সেক্রেটারি মি. মাইকেল জন গমেজ, সাভার ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের ইউপি মেম্বার মি. মিল্টন ডি. রোজারিও, সাভার ওয়াইএমসিএ এর প্রেসিডেন্ট মি. চয়ন এল. রোজারিও এবং উপস্থিত ছিলেন অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির সম্মানিত আহবায়ক মি. হিল্টন ডগলাস গমেজ। 



এছাড়াও উপস্থিত ছিলেন সংঘের সম্মানিত পৃষ্ঠপোষক, উপদেষ্টা, প্রাক্তন কর্মকর্তাবৃন্দ এবং ধর্মপল্লীর গণ্যমান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।



অনুষ্ঠানে ধরেন্ডা গ্রামসহ ধর্মপল্লীর প্রতিভাবান শিল্পীবৃন্দ, শিশু-কিশোর এবং যুবক-যুবতীরা অংশগ্রহণ করে তাদের প্রতিভা মঞ্চস্থ করেন। নাচ, গান, নাটকসহ বিভিন্ন পরিবেশনার মধ্য দিয়ে তুলে ধরে বাংলার সংস্কৃতি ও ঐতিহ্য।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক: আগষ্টিন প্রতাপ গমেজ 
নির্বাহী সম্পাদক: পেপিলন হেনরি পিউরীফিকেশন 


প্রধান বার্তা সম্পাদক: সাগর সঞ্জীব কোড়াইয়া 

চিফ অব প্রোডাকশন ও বার্তা সম্পাদক: প্রবীর মন্ডল  

অফিস:

আর্চবিশপ মাইকেল ভবন
১১৬/১ মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ইমেল: info@neersangbad.com
ফোন: 0255027691-94, 09609006611