​​​​​​​ইষ্টার সানডে উপলক্ষে ৮০টি পরিবারকে আর্থিক সাহায্য প্রদান 

আপলোড সময় : ২৩-০৪-২০২৫ ০৯:৩২:১৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৪-০৪-২০২৫ ০১:২৮:১৪ অপরাহ্ন

প্রেস বিজ্ঞপ্তি 

সোসাইটি অব সেন্ট ভিনসেন্ট ডি’ পল”-হলি রোজারি কনফারেন্স ইষ্টার সানডে উপলক্ষে গত ১২ ই এপ্রিল ২০২৫ খ্রিঃ শনিবার সকাল ১১.০০ ঘটিকায় তেজগাঁও হলি রোজারি কনফারেন্স এর পক্ষ থেকে ৮০ টি পরিবার, যারা নিঃস্ব-অসহায়, দুস্থ, দীন-দরিদ্র তাদের মাঝে ৮০,০০০/- নগদ অর্থ দিয়ে আর্থিক সাহায্য করেছেন। এ মহতী অনুষ্ঠানে তেজগাঁও ধর্মপল্লীর শ্রদ্ধেয় পাল-পুরোহিত ফাদার জয়ন্ত এস. গমেজ প্রার্থনার মধ্য দিয়ে শুভ উদ্বোধন করেন এবং দৃষ্টি প্রতিবন্ধি মালা গমেজকে আর্থিক সহায়তা প্রদান করেন। 

উল্লেখ্য, ইষ্টারের পুর্বের শনিবার ও রবিবারে খ্রীষ্টযাগের পর ভিনসেনসিয়ানগন  দানবাক্সের মাধ্যমে খ্রিষ্টভক্তদের নিকট থেকে দান সংগ্রহ করে অসহায়, দুস্থ, দীন-দরিদ্রদের কাছে এ অর্থ বিতরন করেন। এই উদার দানে আমাদের পাশে বিভিন্ন দাতাসংস্থা, উপকারী বন্ধু, ভিনসেন্ট ডি. পলের সদস্যবৃন্দ ব্যক্তিগতভাবে অর্থ দিয়ে সহযোগিতা করেছেন। তেজগাঁও হলি রোজারি কনফারেন্স এর পক্ষ থেকে তাদের প্রতি ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞ জ্ঞাপন করছে।  

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হলি রোজারি কনফারেন্স এর ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট জেমস মুকুল হালদার এবং সঞ্চালনা করেন কনফারেন্স এর সেক্রেটারী  চয়ন ষ্টিফেন রোজারিও ।

সংবাদদাতা: চয়ন ষ্টিফেন রোজারিও

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক: আগষ্টিন প্রতাপ গমেজ 
নির্বাহী সম্পাদক: পেপিলন হেনরি পিউরীফিকেশন 


প্রধান বার্তা সম্পাদক: সাগর সঞ্জীব কোড়াইয়া 

চিফ অব প্রোডাকশন ও বার্তা সম্পাদক: প্রবীর মন্ডল  

অফিস:

আর্চবিশপ মাইকেল ভবন
১১৬/১ মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ইমেল: info@neersangbad.com / neersangbad@gmail.com
ফোন: 0255027691-94, 09609006611