
শুক্রবার (১৬ মে) বিকালে বাংলাদেশ প্রাক্তন সেমিনারিয়ান ফোরাম (বিপিএসএফ) আয়োজনে ইস্টার পূনর্মিলনী ও প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সংগঠনের সেক্রেটারি মি. দোলন যোসেফ গমেজের উপস্থাপনায় সভাপতিত্ব করেন অত্র সংগঠনের সভাপতি মি. মিলন আই. গমেজ, প্রধান অতিথির আসন অলংকৃত করেন বিপিএসএফ এর চ্যাপলেইন শ্রদ্ধেয় ফাদার প্রশান্ত টি. রিবেরু, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তেজগাঁও ধর্মপল্লীর পাল পুরোহিত শ্রদ্ধেয় ফাদার জয়ন্ত এস. গমেজ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সেন্ট জন ভিয়ানী হাসপাতালের নির্বাহী পরিচালক শ্রদ্ধেয় ফাদার লিন্টু ফ্রান্সিস কস্তা।

অনুষ্ঠানে অতিথিবৃন্দ তাদের বক্তব্যে প্রাক্তন সেমিনারীয়ানদের মধ্যে যে ধর্মীয় গঠন প্রশিক্ষণ আছে তা যেন মণ্ডলীর কাজে ব্যবহার করেন সেই আশা ব্যক্ত করেন। অনুষ্ঠানে কয়েকজন সদস্য তাদের অনুভূতি ব্যক্ত করে বলেন আমাদের প্রার্থনার জীবনকে আরো শক্তিশালি করতে হবে এবং মণ্ডলীতে অবদান রাখতে হবে। এসময় এধরনের আয়োজনের জন্য সংগঠনের ব্যবস্থাপনা কমিটিকে ধন্যবাদ জানানো হয় এবং ভবিষ্যতে প্রাক্তন সেমিনারীয়ানদের পরিবারবর্গদের নিয়ে একটি মিলন মেলার আয়োজন করার আশা ব্যক্ত করেন।