
বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে আজ মঙ্গলবার ((২৭ মে)। এ থেকে নিম্নচাপ সৃষ্টিরও সম্ভাবনা আছে। এর প্রভাবে আগামীকাল বুধ ও বৃহস্পতিবার দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি বাড়তে পারে। তবে এই নিম্নচাপের ফলে ঘূর্ণিঝড়ের আশঙ্কা কম বলেই মনে করছেন আবহাওয়াবিদেরা।
আবহাওয়া অধিদপ্তরের দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ উত্তর বঙ্গোপসাগর বা এর কাছাকাছি এলাকায় লঘুচাপের সৃষ্টি হতে পারে।
এ বিষয়ে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম গতকাল জানান, লঘুচাপটি নিম্নচাপে পরিণত হতে পারে। আর এর প্রভাবে দেশের উপকূলীয় এলাকাসহ বিভিন্ন এলাকায় বৃষ্টি হতে পারে। তবে নিম্নচাপটি থেকে ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা অনেকটাই কম।
অতি ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি ও কক্সবাজারের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে।
এদিকে আবহাওয়া অধিদপ্তর আগামীকাল বুধবার থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় দেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। বৃষ্টির পরিমাণ ৮৮ মিলিমিটারের বেশি হলে তাকে ভারী বৃষ্টি বলা হয়।
লঘুচাপটি নিম্নচাপে পরিণত হতে পারে। আর এর প্রভাবে দেশের উপকূলীয় এলাকাসহ বিভিন্ন এলাকায় বৃষ্টি হতে পারে। তবে নিম্নচাপটি থেকে ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা অনেকটাই কম।
আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম
এদিকে আজ দেশে বৃষ্টির পরিমাণ খানিকটা কমে আসতে পারে বলে আবহাওয়ার বার্তায় বলা হয়েছে। আজ দেশের আট বিভাগের কিছু কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা আছে। তবে দেশের কিছু স্থানে ভারী বৃষ্টিও হতে পারে। আজকের দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ফেনীতে ৩৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। গতকাল দেশের সর্বোচ্চ বৃষ্টি হয় সিলেটে, ১৩১ মিলিমিটার। গতকাল রাজধানীতেও ৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
সংবাদ : আবহাওয়া অধিদপ্তর