
কাককোর ২০২৫-২০২৮ মেয়াদে ব্যবস্থাপনা পরিষদের বিনা প্রতিদ্বন্দিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মি. টুটুল পিটার রড্রিক্স। ভাইস-চেয়ারম্যান মি. নিকোলাস আর কোড়াইয়া, সেক্রেটারি মি. কলিন্স টলেন্টিনু এবং ট্রেজারার হিসাবে নির্বাচিত হয়েছেন মি. রিচার্ড রিপন সরদার।
আজ ২০ জুন (শুক্রবার) ২০২৫ খ্রি: দি সেন্ট্রাল এসোসিয়েশন অব খ্রীষ্টান কো-অপারেটিভস (কাককো) লিঃ এর মনিপুরীপাড়াস্থ নিজস্ব অফিস প্রাঙ্গণে বিশেষ সাধারণ সভা ও ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন পলিচালনা কমিটির সভাপতি সমবায় অধিদপ্তরের যুগ্ম নিবন্ধক জনাব মো. মিজানুর রহমান নতুন ব্যবস্থাপনা কমিটির নাম ঘোষণা করেন।

কাককো লিঃ এর চেয়ারম্যান মি. পংকজ গিলবার্ট কস্তা’র সভাপতিত্বে বিশেষ সাধারণ সভা ও নির্বাচনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত নিবন্ধক (সমিতি ব্যবস্থাপনা) জনাব জেবুন নাহার। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ এর চেয়ারম্যান মি. আগষ্টিন প্রতাপ গমেজ, ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট মি. ইগ্নেসিয়াস এইচ কোড়াইয়া, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের সভাপতি মি. নির্মল রোজারিও। সঞ্চালনা করেন সিইও মিঃ ডমিনিক রঞ্জন পিউরিফিকেশন।

সভায় ৫৩টি ক্রেডিট ইউনিয়নের প্রতিনিধিদের উপস্থিতিতে নির্বাচন পরিচালনা কমিটি আগামী ২০২৫-২০২৮ মেয়াদে নতুন পরিষদের নাম ঘোষণা করেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় মি. টুটুল পিটার রড্রিক্স চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত অন্যান্য কর্মকর্তাগণ হলেন- ভাইস-চেয়ারম্যান মি. নিকোলাস আর কোড়াইয়া, সেক্রেটারি মি. কলিন্স টলেন্টিনু, ট্রেজারার মি. রিচার্ড রিপন সরদার এবং সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন যথাক্রমে মি. ডেভিড রোজারিও, মি. রোমিও ডি কস্তা, মি. রোনাল্ড সনি গোমেজ, মিসেস সিলভিয়া রোজারিও, মি. আগষ্টিন বাড়ৈ টিটু, মি. উইলসন রিবেরু, মি. আগষ্টিন কস্তা ও মি. সোহেল টি রোজারিও।
নব-নির্বাচিত অভ্যন্তরীণ নিরীক্ষা কোষঃ
আহ্বায়ক - মিঃ পংকজ গিলবার্ট কস্তা, সদস্য সচিব - মিঃ অনিল লিও কস্তা, সদস্য - মিঃ উজ্জ্ল শিমন রোজারিও।

নির্বাচন পলিচালনার দায়িত্বে ছিলেন সমবায় অধিদপ্তরের যুগ্ম নিবন্ধক জনাব মো. মিজানুর রহমান (সভাপতি), উপনিবন্ধক জনাব সামিয়া সুলতানা (সদস্য) ও পরিদর্শক জনাব সৈয়দা কামরুন নাহার।

নবনির্বাচিত কমিটিকে দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ-এর পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান মি. আগষ্টিন প্রতাপ গমেজ।
সভায় নব-নির্বাচিত ব্যবস্থাপনা কমিটিকে কাক্কো ও সদস্য সমিতিসমূহের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয় এবং ভাইস চেয়ারম্যান মিঃ অনিল লিও কস্তা’র ধন্যবাদ বক্তব্যের মাধ্যমে বিশেষ সাধারণ সভা ও নির্বাচন সমাপ্ত হয়।
আজ ২০ জুন (শুক্রবার) ২০২৫ খ্রি: দি সেন্ট্রাল এসোসিয়েশন অব খ্রীষ্টান কো-অপারেটিভস (কাককো) লিঃ এর মনিপুরীপাড়াস্থ নিজস্ব অফিস প্রাঙ্গণে বিশেষ সাধারণ সভা ও ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন পলিচালনা কমিটির সভাপতি সমবায় অধিদপ্তরের যুগ্ম নিবন্ধক জনাব মো. মিজানুর রহমান নতুন ব্যবস্থাপনা কমিটির নাম ঘোষণা করেন।

কাককো লিঃ এর চেয়ারম্যান মি. পংকজ গিলবার্ট কস্তা’র সভাপতিত্বে বিশেষ সাধারণ সভা ও নির্বাচনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত নিবন্ধক (সমিতি ব্যবস্থাপনা) জনাব জেবুন নাহার। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ এর চেয়ারম্যান মি. আগষ্টিন প্রতাপ গমেজ, ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট মি. ইগ্নেসিয়াস এইচ কোড়াইয়া, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের সভাপতি মি. নির্মল রোজারিও। সঞ্চালনা করেন সিইও মিঃ ডমিনিক রঞ্জন পিউরিফিকেশন।

সভায় ৫৩টি ক্রেডিট ইউনিয়নের প্রতিনিধিদের উপস্থিতিতে নির্বাচন পরিচালনা কমিটি আগামী ২০২৫-২০২৮ মেয়াদে নতুন পরিষদের নাম ঘোষণা করেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় মি. টুটুল পিটার রড্রিক্স চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত অন্যান্য কর্মকর্তাগণ হলেন- ভাইস-চেয়ারম্যান মি. নিকোলাস আর কোড়াইয়া, সেক্রেটারি মি. কলিন্স টলেন্টিনু, ট্রেজারার মি. রিচার্ড রিপন সরদার এবং সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন যথাক্রমে মি. ডেভিড রোজারিও, মি. রোমিও ডি কস্তা, মি. রোনাল্ড সনি গোমেজ, মিসেস সিলভিয়া রোজারিও, মি. আগষ্টিন বাড়ৈ টিটু, মি. উইলসন রিবেরু, মি. আগষ্টিন কস্তা ও মি. সোহেল টি রোজারিও।
নব-নির্বাচিত অভ্যন্তরীণ নিরীক্ষা কোষঃ
আহ্বায়ক - মিঃ পংকজ গিলবার্ট কস্তা, সদস্য সচিব - মিঃ অনিল লিও কস্তা, সদস্য - মিঃ উজ্জ্ল শিমন রোজারিও।

নির্বাচন পলিচালনার দায়িত্বে ছিলেন সমবায় অধিদপ্তরের যুগ্ম নিবন্ধক জনাব মো. মিজানুর রহমান (সভাপতি), উপনিবন্ধক জনাব সামিয়া সুলতানা (সদস্য) ও পরিদর্শক জনাব সৈয়দা কামরুন নাহার।

নবনির্বাচিত কমিটিকে দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ-এর পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান মি. আগষ্টিন প্রতাপ গমেজ।
সভায় নব-নির্বাচিত ব্যবস্থাপনা কমিটিকে কাক্কো ও সদস্য সমিতিসমূহের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয় এবং ভাইস চেয়ারম্যান মিঃ অনিল লিও কস্তা’র ধন্যবাদ বক্তব্যের মাধ্যমে বিশেষ সাধারণ সভা ও নির্বাচন সমাপ্ত হয়।