বুড্ডিস্ট ক্রেডিট-এর কর্মকর্তাগণের সোসাইটির প্রধান কার্যালয় পরিদর্শন

আপলোড সময় : ২২-০৬-২০২৫ ১০:০১:০০ পূর্বাহ্ন , আপডেট সময় : ২২-০৬-২০২৫ ১০:০৪:২১ পূর্বাহ্ন

চট্রগ্রামের দি বুড্ডিস্ট কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ- এর কর্মকর্তাগণ দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ-এর প্রধান কার্যালয় পরিদর্শন করেন। বুড্ডিস্ট ক্রেডিটের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মি. ভদন্ত শাসন রক্ষিত ভিক্ষু’র নেতৃত্বে শনিবার, ২১ জুন, ১২ সদস্যবিশিষ্ট প্রতিনিধিদল এ পরিদর্শনে আসেন। এ সময় হাউজিং সোসাইটির চেয়ারম্যান মি. আগষ্টিন প্রতাপ গমেজ নেতৃবৃন্দদের স্বাগত ও অভিনন্দন জানান। 



প্রতিনিধিদল প্রথমেই সোসাইটির প্রধান কার্যালয়ের প্রতিটি বিভাগীয় কর্মকাণ্ড পরিদর্শন করেন। এ সময়ে সোসাইটির কর্মীগণ তাদের স্বাগত জানান এবং কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। পরিদর্শন শেষে সোসাইটির অডিটোরিয়ামে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময়ে মঞ্চে আসনগ্রহণ করেন সোসাইটির চেয়ারম্যান মি. আগষ্টিন প্রতাপ গমেজ, বুড্ডিস্ট ক্রেডিটের চেয়ারম্যান মি. ভদন্ত শাসন রক্ষিত ভিক্ষু, হাউজিং সোসাইটির ভাইস-চেয়ারম্যান মি. ডিউক পি. রোজারিও, সেক্রেটারি মি. পেপিলন এইচ পিউরীফিকেশন, পরিচালক, অর্থ ও প্রশাসন মি. জেমস ডি’রোজারিও, ট্রেজারার মি. ইউজিন কোড়াইয়া, বুড্ডিস্ট ক্রেডিটের ভাইস চেয়ারম্যান  অধ্যাপক উজ্জ্বল  মুৎসুদ্দী এবং হিল বুড্ডিস্ট কো অপারেটিভ ক্রেডিট  ইউনিয়ন লিঃ এর চেয়ারম্যান ভদন্ত প্রজ্ঞাশ্রী ভিক্ষু।



মতবিনিময় সভায় সোসাইটির সেক্রেটারি মি. পেপিলন এইচ পিউরীফিকেশন হাউজিং সোসাইটির কর্মকাণ্ড সম্পর্কে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন। এই প্রেজেন্টেশনের মাধ্যমেই অতিথিগণ হাউজিং সোসাইটির বর্তমান কার্যক্রম সম্পর্কে অবহিত হন।



অতিথিদের বক্তব্যে হাউজিং সোসাইটির বর্তমান ব্যবস্থাপনা কমিটির কার্যক্রম ও সদ্য বিদায়ী ব্যবস্থাপনা কমিটির উন্নয়ন চিত্র দেখে ভূয়সী প্রশংসা করেন। বিশেষ করে বুড্ডিস্ট ক্রেডিটের চেয়ারম্যান মি. ভদন্ত শাসন রক্ষিত ভিক্ষু তিনি বর্তমান কমিটিকে ধন্যবাদ জানান এবং  সাবেক চেয়ার‌ম্যান মি. আগষ্টিন পিউরীফিকেশনের অবদানের কথা স্মৃতিচারণ করেন এবং ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। 

সোসাইটির চেয়ারম্যান মি. আগষ্টিন প্রতাপ গমেজ অতিথিদের বিশেষ ধন্যবাদ জানান সোসাইটির কর্মযজ্ঞ পরিদর্শনে আসার জন্য। তিনি বুড্ডিস্ট ক্রেডিটের কর্মকাণ্ড সম্পর্কে অবহিত হয়ে তাদের কার্যক্রমের প্রতি ভূয়সী প্রশংসা করেন এবং বুড্ডিস্ট ক্রেডিটে পরিদর্শনে যাওয়ার ইচ্ছে প্রকাশ করেন। 



মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন ডিরেক্টরস-মি. সুজয় পিউরীফিকেশন, মি. শুভ রঞ্জন চিসিম, মি. ডন ক্লারেন্স হাওলাদার ও মি. লিংকার্স বি. রোজারিও; সোসাইটির ঋণদান কমিটির চেয়ারম্যান মি. তার্সিসিউস পালমা, নিরীক্ষা কমিটির সেক্রেটারি মি. কাজল কস্তা ও সোসাইটির বিভাগীয় প্রধান কর্মীগণ।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক: আগষ্টিন প্রতাপ গমেজ 
নির্বাহী সম্পাদক: পেপিলন হেনরি পিউরীফিকেশন 


প্রধান বার্তা সম্পাদক: সাগর সঞ্জীব কোড়াইয়া 

চিফ অব প্রোডাকশন ও বার্তা সম্পাদক: প্রবীর মন্ডল  

অফিস:

আর্চবিশপ মাইকেল ভবন
১১৬/১ মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ইমেল: info@neersangbad.com / neersangbad@gmail.com
ফোন: 0255027691-94, 09609006611