না ফেরার দেশে চলে গেলেন যোসেফ মধু

আপলোড সময় : ১৯-০৭-২০২৫ ০৯:০০:০৫ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-০৭-২০২৫ ০৯:৩৭:২২ অপরাহ্ন
আমরা গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেড-এর সম্মানিত প্রতিষ্ঠাতা সদস্য ও বর্তমান উপদেষ্টা এবং শিক্ষানুরাগী শ্রদ্ধেয় যোসেফ মধু আজ ১৯ জুলাই ২০২৫ খ্রিষ্টাব্দ, শনিবার, বিকাল ৪ ঘটিকায় ঈশ্বরের ডাকে সাড়া দিয়ে পরপারে চলে গিয়েছেন। আমরা তাঁর আত্মার চিরশান্তি কামনা করি। 

১৯৭৭ খ্রিষ্টাব্দের ১৪ই এপ্রিল, বাংলা নববর্ষের দিনে ২৭ জন স্বপ্নদ্রষ্টার মধ্যে তিনি ছিলেন একজন অন্যতম প্রতিষ্ঠাতা সদস্যৃ। তিনি তাঁর শ্রম, প্রজ্ঞা ও অসীম ভালোবাসা দিয়ে হাউজিং সোসাইটির ভিত্তি গড়ে তুলেছিলেন। তিনি ছিলেন একজন সংগঠক, পথপ্রদর্শক ও প্রেরণার উজ্জ্বল নক্ষত্র। হাউজিং সোসাইটিতে তাঁর উজ্জ্বল উপস্থিতি, জ্ঞানগর্ভ পরামর্শ, নিরহঙ্কার নেতৃৃত্ব এবং ইতিবাচক মানসিকতা চিরকাল আমাদের পথ চলার পাথেয় হয়ে থাকবে। আজ হাউজিং পরিবার তাঁর মৃত্যুতে একজন আদর্শ ব্যক্তিত্ববান সম্মানিত প্রতিষ্ঠাতা সদস্য ও উপদেষ্টাকে হারালো। 

শ্রদ্ধেয় যোসেফ মধুর মৃত্যুতে হাউজিং সোসাইটির চেয়ারম্যান মি. আগষ্টিন প্রতাপ গমেজ ও সেক্রেটারী মি. হেনরী পেপিলন পিউরীফিকেশন এক শোকবার্তায় গভীর শোক জানিয়েছেন। শোকবার্তায় জানানো হয়, আমরা তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক: আগষ্টিন প্রতাপ গমেজ 
নির্বাহী সম্পাদক: পেপিলন হেনরি পিউরীফিকেশন 


প্রধান বার্তা সম্পাদক: সাগর সঞ্জীব কোড়াইয়া 

চিফ অব প্রোডাকশন ও বার্তা সম্পাদক: প্রবীর মন্ডল  

অফিস:

আর্চবিশপ মাইকেল ভবন
১১৬/১ মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ইমেল: info@neersangbad.com / neersangbad@gmail.com
ফোন: 0255027691-94, 09609006611