কাককো লিঃ-এর নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত

আপলোড সময় : ১৯-০৭-২০২৫ ০৯:৪৯:৫৩ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-০৭-২০২৫ ০৯:৪৯:৫৩ অপরাহ্ন
শনিবার (১৯ জুলাই), দি সেন্ট্রাল এসোসিয়েশন অব খ্রিষ্টান কো-অপারেটিভস্ (কাককো) লিঃ-এর নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটির শপথ গ্রহণ ও সদ্য বিদায়ী কমিটির কর্মকর্তাদের প্রতি ধন্যবাদ ও ‍কৃতজ্ঞতা জ্ঞাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাককো লিঃ এর চ্যাপলেইন শ্রদ্ধেয় ফাদার ড. লিটন হিউবার্ট গমেজ সিএসসি, মঠবাড়ী ধর্মপল্লীর পাল পুরোহিত শ্রদ্ধেয় ফাদার সুব্রত বনিফাস টলেন্টিনু সিএসসি, কাককো লিঃ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মি. নির্মল রোজারিও, দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ এর ভাইস-চেয়ারম্যান মি. ডিউক পি. রোজারিও, দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ-এর প্রেসিডেন্ট মি. ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া।  



পবিত্র খ্রিষ্টযাগের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পবিত্র খ্রিষ্টযাগ উৎসর্গ করেন কাককো লিঃ এর চ্যাপলেইন শ্রদ্ধেয় ফাদার ড. লিটন হিউবার্ট গমেজ সিএসসি, মঠবাড়ী ধর্মপল্লীর পাল পুরোহিত শ্রদ্ধেয় ফাদার সুব্রত বনিফাস টলেন্টিনু সিএসসি। এরপর জাতীয় পতাকা, সমবায় পতাকা ও কাককো পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। এ পর্যায়ে উলুখোলা শিল্পী গোষ্ঠীর পরিবেশনায় বরণ নৃত্যের মধ্য দিয়ে ও ফুল দিয়ে অতিথিসহ উপস্থিত সবাইকে স্বাগত জানানো হয়। অনুষ্ঠানের এ পর্যায়ে কাককো লিঃ-এর নবনির্বাচিত চেয়ারম্যান মি. টুটুল পিটার রড্রিক্স স্বাগত বক্তব্য প্রদান করেন। 



এরপর শপথ গ্রহণের মূল অনুষ্ঠান শপথ বাক্য অনুষ্ঠিত হয়। নবনির্বাচিত পরিষদকে শপথ বাক্য পাঠ করান চ্যাপলেইন ফাদার ড. লিটন হিউবার্ট গমেজ সিএসসি। প্রজ্বলিত মোমবাতি হাতে নিয়ে নবনির্বাচিত ব্যবস্থাপনা পরিষদ শপথ বাক্য পাঠ করেন। এ পর্যায়ে কাককো লিঃ-এ বিগত সময়ে ব্যবস্থাপনা কমিটিতে দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের শুভেচ্ছা ক্রেস্ট প্রদান করা হয়। এরপর অতিথিবৃন্দ শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে কাককো লিঃ এর ভাইস-চেয়ারম্যান মি. নিকোলাস কোড়াইয়া উপস্থিত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে শপথ গ্রহণ অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক: আগষ্টিন প্রতাপ গমেজ 
নির্বাহী সম্পাদক: পেপিলন হেনরি পিউরীফিকেশন 


প্রধান বার্তা সম্পাদক: সাগর সঞ্জীব কোড়াইয়া 

চিফ অব প্রোডাকশন ও বার্তা সম্পাদক: প্রবীর মন্ডল  

অফিস:

আর্চবিশপ মাইকেল ভবন
১১৬/১ মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ইমেল: info@neersangbad.com / neersangbad@gmail.com
ফোন: 0255027691-94, 09609006611