শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম বিমান

আপলোড সময় : ০৫-০৮-২০২৫ ১০:২৮:২১ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৫-০৮-২০২৫ ১০:৩০:২৬ পূর্বাহ্ন
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের বোর্ডিং ব্রিজ এবং ভিজ্যুয়াল ডকিং গাইডেন্স সিস্টেম (ভিডিজিএস) প্রথমবারের মতো ব্যবহার করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট।

সোমবার (৪ আগস্ট) সকালে রোম থেকে আসা বিজি-৩৫৬ ফ্লাইটটি টার্মিনাল ৩-এ অবতরণের মাধ্যমে এই ঐতিহাসিক কার্যক্রমের সূচনা হয়।

বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার মডেলের এই বিমানটির পাইলট ছিলেন ক্যাপ্টেন ইশতিয়াক হোসেন এবং ফার্স্ট অফিসার তাহসিন। যাত্রীরা নেমে যাওয়ার পর সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষামূলকভাবে ভিজিডিএস, বোর্ডিং ব্রিজে বাহ্যিক বিদ্যুৎ-সংযোগ, শীতাতপ নিয়ন্ত্রণব্যবস্থা এবং পানি সরবরাহব্যবস্থার কার্যকারিতা পরীক্ষা করা হয়।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (ক্যাব) ঊর্ধ্বতন কর্মকর্তারা এই পরীক্ষামূলক কার্যক্রমটি পর্যবেক্ষণ করেন। বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, তৃতীয় টার্মিনালের এই পরীক্ষামূলক কার্যক্রম দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক যাত্রীসেবায় একটি নতুন দিগন্ত উন্মোচন করবে।

নিউজ: নিউজ২৪

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক: আগষ্টিন প্রতাপ গমেজ 
নির্বাহী সম্পাদক: পেপিলন হেনরি পিউরীফিকেশন 


প্রধান বার্তা সম্পাদক: সাগর সঞ্জীব কোড়াইয়া 

চিফ অব প্রোডাকশন ও বার্তা সম্পাদক: প্রবীর মন্ডল  

অফিস:

আর্চবিশপ মাইকেল ভবন
১১৬/১ মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ইমেল: info@neersangbad.com / neersangbad@gmail.com
ফোন: 0255027691-94, 09609006611