প্রয়াত শ্রদ্ধেয় যো‌সেফ মধু (স্যার) প্রয়া‌ণের আজ চ‌ল্লিশ দি‌নের স্মরণানুষ্ঠান অনুষ্ঠিত

আপলোড সময় : ২২-০৮-২০২৫ ০৯:৪৪:২৪ অপরাহ্ন , আপডেট সময় : ২২-০৮-২০২৫ ১০:১৩:৩৭ অপরাহ্ন
আজ শনিবার (২২জুলাই) প্রয়াত শ্রদ্ধেয় যো‌সেফ মধু (স‌্যা‌র) প্রয়া‌ণের আজ চ‌ল্লিশ দি‌নের স্মরণানুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ উপল‌ক্ষ্যে সেন্ট খ্রী‌ষ্টিনা চা‌র্চে বিকাল সা‌রে ৪টায় প‌বিত্র খ্রিষ্টযাগ উৎসর্গ করা হয়। খ্রিষ্টযাগ উৎসর্গ ক‌রেন ফাদার প্রশান্ত টি রি‌বেরু, সহায়তা ক‌রেন ফাদার কাজল ও ফাদার অ‌জিত কস্তা, ওএমআই। খ্রিষ্টযা‌গের পর শ্রদ্ধেয় মধু স‌্যা‌রের জীব‌নের আলো‌কে স্মৃ‌তিচারণ অনুষ্ঠান হয় সেন্ট যোসেফ স্কুল অডিটোরিয়ামে।





এতে স‌্যা‌রের সহধর্মী‌নি ও প‌রিবা‌রের সদস‌্যগণসহ উপ‌স্থিত ছি‌লেন কাল‌বের চেয়ার‌ম‌্যান মি. আগ‌ষ্টিন পিউরী‌ফি‌কেশন, বাংলা‌দেশ খ্রীষ্টান এসো‌সি‌য়েশ‌নের প্রেসি‌ডেন্ট মি. নির্মল রোজা‌রিও, হাউজিং সোসাইটির চেয়ারম‌্যান মি. প্রতাপ এ. গ‌মেজ, সেক্রেটা‌রি মি. পে‌পিলন এইচ পিউরী‌ফি‌কেশন, ঢাকা ক্রেডি‌টের প্রেসি‌ডেন্ট মি. ইগ‌নে‌সিয়াস হেমন্ত কোড়াইয়া, ব্রাদার সিল‌ভেস্টার মৃধা ও বিভিন্ন সংগঠনের কর্মকর্তাগণসহ সমা‌জের বি‌ভিন্ন প্রতি‌ষ্ঠানের নেতৃবৃন্দ। স্মরণানুষ্ঠা‌নে তার জীব‌নের উপর ভি‌ত্তি ক‌রে এক‌টি প্রামান্য তথ‌্যচিত্র প্রদর্শণ করা হয়। 



উল্লেখ‌্য, শ্রদ্ধেয় যো‌সেফ মধু (স‌্যার) দি মে‌ট্রোপ‌লিটান খ্রীষ্টান কো-অপা‌রে‌টিভ হাউজিং সোসাইটি লিঃ এর একজন স‌ক্রিয় প্রতিষ্ঠাতা সদস‌্য ও মৃত‌্যুর আগ পর্যন্ত তিনি সোসাইটির একজন সম্মা‌নিত উপদেষ্টা হি‌সে‌বে দা‌য়িত্ব পালন ক‌রেন। তি‌নি সেন্ট যো‌সেফ স্কু‌লে শিক্ষকতায় সেবায় নি‌য়ো‌জিত ছি‌লেন। তি‌নি স‌ম্মি‌লিতভা‌বে চিল‌ড্রেনস গা‌র্ডেন না‌মে এক‌টি স্কুল প‌রিচালনা ক‌রেন যা এখন চলমান। যোসেফ মধু (স্যার) গত ১৯ জুলাই চিকিৎসাধিন অবস্থায় বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করনে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। 

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক: আগষ্টিন প্রতাপ গমেজ 
উপ-সম্পাদক: পেপিলন হেনরি পিউরীফিকেশন 

নির্বাহী সম্পাদক: সাগর সঞ্জীব কোড়াইয়া 

বার্তা সম্পাদক ও চিফ অব প্রোডাকশন : প্রবীর মন্ডল  

অফিস:

আর্চবিশপ মাইকেল ভবন
১১৬/১ মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ইমেল: info@neersangbad.com / neersangbad@gmail.com
ফোন: 0255027691-94, 09609006611