সোসাইটির স্টাফদের প্রশিক্ষণ কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপলোড সময় : ২৩-০৮-২০২৫ ০৯:২৯:০৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-০৮-২০২৫ ০৯:২৯:০৬ অপরাহ্ন

আজ ২৩ আগস্ট (শনিবার), দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ এর ব্যবস্থাপনা কমিটির সার্বিক তত্বাবধানে ও পরিচালনায় সকল স্টাফদের অংশগ্রহণে অর্ধদিবসব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ও দিকনির্দেশনামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সকাল ৯:৩০ মিনিটে সোসাইটি অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সোসাইটির চেয়ারম্যান মি. প্রতাপ এ. গমেজ। সভায় আরও উপস্থিত ছিলেন সোসাইটির ভাইস-চেয়ারম্যান মি. ডিউক পি. রোজারিও, সেক্রেটারি মি. পেপিলন হেনরি পিউরীফিকেশন, পরিচালক-অর্থ ও প্রশাসন মি. জেমস ডি. রোজারিও, ট্রেজারার মি. ইউজিন কোড়াইয়া। এছাড়াও উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ যথাক্রমে মি. সুজয় পিউরীফিকেশন, মি. প্রদীপ আগষ্টিন গমেজ, মি. শুভ রঞ্জন চিসিম, মি. ডন ক্লারেন্স হাওলাদার, মি. লিংকার্স বি. রোজারিও, মি. গিলবার্ট গমেজ ও মি. এইচ হিলারিশ হাউই; ঋণদান কমিটির চেয়ারম্যান মি. তার্সিসিউস পালমা, সেক্রেটারি মি. উজ্জ্বল ফ্রান্সিস রিবেরু, মি. রনি ফ্রান্সিস গমেজ, মি. টমাছ টনী গমেজ ও মি. লিনসন গমেজ; আভ্যন্তরীণ নিরীক্ষা ও পর্যবেক্ষণ কমিটির চেয়ারম্যান মি. রবার্ট সাইমন গোমেজ, সেক্রেটারি মি. বীরেন বি গমেজ, সদস্য মায়া মনিকা গাঙ্গুলী, মি. রনী মাইকেল গমেজ।



সোসাইটির সকল শাখা অফিসের কর্মীগণ এতে অংশগ্রহণ করেন। ক্যাশ এণ্ড মেম্বার সার্ভিস ম্যানেজার মি. আশীষ এ কোড়াইয়া’র সঞ্চালনায় সভা পরিচালিত হয়। আসনগ্রহণ, প্রার্থনা, শুভেচ্ছা বক্তব্য, ব্যবস্থাপনা কমিটির কর্মকর্তাদের দিকনির্দেশণামূলক বক্তব্য, বিভাগীয় প্রধানগণের কর্মপরিকল্পনা উপস্থাপন ও উন্মুক্ত আলোচনার মধ্য দিয়ে সভার কার্যক্রম পরিচালিত হয়।



আলোচনা সভায় সোসাইটির চেয়ারম্যান মি. প্রতাপ আগষ্টিন গমেজ সোসাইটির উন্নয়ন কার্যক্রমে ও সদস্যসেবার মান আরও গতিশীলতা আনয়নে স্টাফদের নজর দিতে বলেন। এছাড়াও ভবিষ্যৎ পরিকল্পনা ও নতুন নতুন উদ্ভাবনী উদ্যোগ সম্পর্কে কর্মীদের অবহিত করেন। এ জন্য প্রয়োজন সকল ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধির কৌশল নির্ধারণ করা, কর্মীদের দলগত কাজের মানসিকতা গড়ে তোলা, পেশাদারিত্ব বজায় রাখা, সদস্যদের জটিলতা দ্রুত সমাধান করার মানসিকতা এবং আর্থিক লেনদেনে নিরাপত্তা বৃদ্ধি এই সকল বিষয়সহ আরও বিভিন্ন আলোকপাত করা হয়।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক: আগষ্টিন প্রতাপ গমেজ 
উপ-সম্পাদক: পেপিলন হেনরি পিউরীফিকেশন 

নির্বাহী সম্পাদক: সাগর সঞ্জীব কোড়াইয়া 

বার্তা সম্পাদক ও চিফ অব প্রোডাকশন : প্রবীর মন্ডল  

অফিস:

আর্চবিশপ মাইকেল ভবন
১১৬/১ মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ইমেল: info@neersangbad.com / neersangbad@gmail.com
ফোন: 0255027691-94, 09609006611