সোসাইটির সদ্য প্রয়াত প্রতিষ্ঠাতা সদস্যদের স্মরণে পবিত্র খ্রিষ্টযাগ ও স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত

আপলোড সময় : ২৩-০৮-২০২৫ ০৯:৩৪:৪৯ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-০৮-২০২৫ ০৯:৩৪:৪৯ অপরাহ্ন

আজ ২৩ আগস্ট (শনিবার) দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ এর প্রতিষ্ঠাতা সদস্য প্রয়াত শ্রদ্ধেয় জর্জ সুব্রত পালমা ও প্রয়াত শ্রদ্ধেয় যোসেফ মধু (স্যার) এর প্রয়াণের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনে পবিত্র খ্রিষ্টযাগ ও স্মরণসভা অনুষ্ঠিত। দুপুর ১২:৩০ মিনিটে সোসাইটির হলরুমে অনুষ্ঠিত পবিত্র খ্রিষ্টযাগ উৎসর্গ করেন শ্রদ্ধেয় ফাদার মিল্টন কস্তা এসজে।



পবিত্র এ অনুষ্ঠানে সোসাইটির চেয়ারম্যান মি. প্রতাপ আগষ্টিন গমেজ, কালবের চেয়ারম্যান ও হাউজিং সোসাইটর সাবেক চেয়ারম্যান ও বর্তমান উপদেষ্টা মি. আগষ্টিন পিউরীফিকেশন, সম্মানিত উপদেষ্টাবৃন্দ, শ্রদ্ধেয় জর্জ সুব্রত পালমা ও শ্রদ্ধেয় যোসেফ মধু স্যারের সহধর্মীনি ও পরিবারের সন্তানস্হ আত্মীয়-স্বজন অংশগ্রহণ করেন। আরও অংশগ্রহণ করেন সোসাইটির ভাইস-চেয়ারম্যান মি. ডিউক পি. রোজারিও, সেক্রেটারি মি. পেপিলন হেনরি পিউরীফিকেশন, পরিচালক, অর্থ ও প্রশাসন মি. জেমস ডি. রোজারিও, ট্রেজারার মি. ইউজিন কোড়াইয়া; ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ, ঋণদান কমিটি ও আভ্যন্তরীণ নিরীক্ষা ও পর্যবেক্ষণ কমিটির সোসাইটির সদস্যবৃন্দ এবং সকল শাখা অফিসের কর্মীগণ এতে অংশগ্রহণ করেন।



খ্রিষ্টযাগের পরপরই স্মরণসভা অনুষ্ঠিত হয়। শুরুতেই সোসাইটির চেয়ারম্যান মি. প্রতাপ আগষ্টিন গমেজ দুইজন শ্রদ্ধেয় প্রতিষ্ঠাতা সদস্যদের অবদানের কথা তুলে ধরে স্মৃতিচারণ করেন। এরপর সোসাইটির সাবেক চেয়ারম্যান ও কালব এর বর্তমান চেয়ারম্যান মি. আগষ্টিন পিউরীফিকেশন সম্মানিত ব্যক্তিদের সঙ্গে তার আন্তরিকতাপূর্ণ সহযোগিতার কথা উল্লেখ্য করে স্মৃতিচারণ করেন। সোসাইটির কর্মীদের পক্ষে মি. রতন আর পেরেরা, প্রয়াত শ্রদ্ধেয় যোসেফ মধু (স্যারের) ছেলে মি. মাইকেল মধু এবং প্রয়াত শ্রদ্ধেয় জর্জ সুব্রত পালমা’র ছেলে মি. জনী পালমা স্মৃতিচারণ করে বক্তব্য প্রদান করেন। এছাড়া সোসাইটির বর্তমান উপদেষ্টা ড. আলো ডি. রোজারিও ও কর্নেল মি. যোসেফ অনিল রোজারিও সহভাগিতা করেন। পরিশেষে সোসাইটির ভাইস- চেয়ারম্যান মি. ডিউক পি. রোজারিও’র সমাপনী বক্তব্য ও প্রার্থনার মধ্যদিয়ে স্মরণসভার সমাপ্তি হয়।

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক: আগষ্টিন প্রতাপ গমেজ 
উপ-সম্পাদক: পেপিলন হেনরি পিউরীফিকেশন 

নির্বাহী সম্পাদক: সাগর সঞ্জীব কোড়াইয়া 

বার্তা সম্পাদক ও চিফ অব প্রোডাকশন : প্রবীর মন্ডল  

অফিস:

আর্চবিশপ মাইকেল ভবন
১১৬/১ মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ইমেল: info@neersangbad.com / neersangbad@gmail.com
ফোন: 0255027691-94, 09609006611