রমনা ক্যাথেড্রালে কিংবদন্তিতুল্য শিল্পপতি স্যামসন এইচ চৌধুরীর জন্মশতবার্ষিকীর স্মরণানুষ্ঠান অনুষ্ঠিত

আপলোড সময় : ২৬-০৯-২০২৫ ১২:০১:২৯ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-০৯-২০২৫ ১২:০১:২৯ অপরাহ্ন
আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বাংলাদেশের বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি এবং দেশের শীর্ষস্থানীয় শিল্পোদ্যোক্তা স্কয়ার গ্রুপের চেয়ারম্যান শ্রদ্ধেয় স্যামসন এইচ চৌধুরী’র জন্মশতবার্ষিকী।



সন্ধ্যা ৬টায় রমনা সেন্ট মেরীস ক্যাথেড্রাল চার্চে যথাযোগ্য মর্যাদায় জন্মশতবার্ষিকী স্মরণানুষ্ঠান করা হয় । তাঁর চার সন্তান স্যামুয়েল এস চৌধুরী, তপন চৌধুরী, রত্না পাত্র ও অঞ্জন চৌধুরী’র আমন্ত্রণে অনুষ্ঠানে পরিবারের সদস্যদের সঙ্গে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্ণধার, ব‌্যবসায়ী স‌মি‌তির নেতৃবৃন্দ, ‌শিক্ষা‌বিদ, সা‌বেক তত্ববধায়ক সরকা‌রের মাননীয় উপ‌দেষ্টা, সাবেক গভর্ণর, কা‌র্ডিনাল, ফাদার, ব‌্যাপ‌টিষ্ট চা‌র্চের পাস্টর, রাজনী‌তি‌বিদ, উদ্যোক্তা, শুভাকাঙ্খীবৃন্দের উপস্থিতিতে অত্যন্ত ভাবগাম্ভীর্যতায় অনুষ্ঠানটি পরিচালিত হয়। প্রার্থনা, প‌বিত্র বাইবেল পাঠ, গান ও পরিবারের সদস্য, বিশিষ্ট ব্যক্তিগণের স্মৃ‌তিচারণের মধ্য দিয়ে স্মরণ অনুষ্ঠান সাজানো হয়।



অনুষ্ঠানে দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ-এর চেয়ারম্যান মি. প্রতাপ এ. গমেজ ও সেক্রেটারি মি. পেপিলন এইচ. পিউরীফিকেশন উপস্থিত থেকে শুভেচ্ছা জ্ঞাপন করেন।

অনুষ্ঠান শেষ অং‌শে স‌ঙ্গে তাঁর ছে‌লে‌মে‌য়েরা জন্ম শত বা‌র্ষিকী উপল‌ক্ষে‌ কেক কাটেন।



উল্লেখ‌্য, প্রয়াত শিল্পপতি স্যামসন এইচ চৌধুরী ১৯২৫ সালের ২৫ সেপ্টেম্বর গোপালগঞ্জের আরুয়াকান্দি গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা ইয়াকুব হোসাইন চৌধুরী ও মা লতিকা চৌধুরী। ১৯৩২ খ্রিষ্টাব্দে তিনি বাবার সঙ্গে পাবনার আতাইকুলায় আসেন। তিনি কলকাতার বিষ্ণুপুর উচ্চবিদ্যালয়ে পড়াশোনা করেন। সেখান থেকেই তিনি সিনিয়র ক‌্যামব্রিজ ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে তিনি হার্ভার্ড ইউনিভার্সিটি স্কুল থেকে ব্যবস্থাপনা বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি লাভ করেন।



২০১২ খ্রিষ্টাব্দের ৫ জানুয়ারি স্যামসন এইচ চৌধুরী পরলোকগমন করেন। তাঁর প্রয়াণের পর তাঁর চার ছেলেমেয়ে-মি. স্যামুয়েল এস চৌধুরী, মি. তপন চৌধুরী, মিসেস রত্না পাত্র ও মি. অঞ্জন চৌধুরী দেশের অন্যতম প্রতিষ্ঠান স্কয়ার গ্রুপের সকল কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। প্রয়াত স্যামসন এইচ চৌধুরীর নাতি-নাতনিরা ইতিমধ্যে স্কয়ার প্রতিষ্ঠানের সাথে যুক্ত হয়েছেন।


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক: আগষ্টিন প্রতাপ গমেজ 
উপ-সম্পাদক: পেপিলন হেনরি পিউরীফিকেশন 

নির্বাহী সম্পাদক: সাগর সঞ্জীব কোড়াইয়া 

বার্তা সম্পাদক ও চিফ অব প্রোডাকশন : প্রবীর মন্ডল  

অফিস:

আর্চবিশপ মাইকেল ভবন
১১৬/১ মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ইমেল: info@neersangbad.com / neersangbad@gmail.com
ফোন: 0255027691-94, 09609006611