বাংলাদেশ খ্রীষ্টান যুব এসোসিয়েশন আয়োজিত ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন গারো ষ্টুডেন্ট ফেডারেশন

আপলোড সময় : ২৭-০৯-২০২৫ ০৬:২২:৩৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-০৯-২০২৫ ০৬:২২:৩৬ অপরাহ্ন

নীড় সংবাদ।। ২৬ সেপ্টেম্বর (শুক্রবার) বাংলাদেশ খ্রীষ্টান যুব এসোসিয়েশন কর্তৃক আয়োজিত দিনব্যাপী অনুষ্ঠিত হয়ে গেল ফুটবল টুর্নামেন্ট। ঢাকার মোহম্মদপুরে সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে সকাল ৮টায় শুরু হয় ১২টি দলের অংশগ্রহণে ফুটবল টুর্নামেন্ট। ফাইনাল খেলায় ১-০ গোলে জিতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন গারো স্টুডেন্ট ফেডারেশন এবং রানার আপ হয়েছে গারো স্টুডেন্ট ইউনিয়ন। খেলায় দেশের বিভিন্ন ধর্মপল্লীর অন্তর্গত গ্রাম, সংগঠন, ক্লাব অংশগ্রহণ করেন। 

    

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ খ্রীষ্টান যুব এসোসিয়েশনের আহ্বায়ক লিংকার্স বি. রোজারিও’র সভাপতিত্বে গেষ্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও, দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ এর চেয়ারম্যান প্রতাপ এ. গমেজ, দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ-এর প্রেসিডেন্ট ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া ও হাউজিং সোসাইটির সেক্রেটারি পেপিলন এইচ পিউরীফিকেশন। শুভেচ্ছা বক্তব্য শেষে অতিথিগণ চ্যাম্পিয়ন ও রানার আপ দলকে পুরস্কার ও ক্রেস্ট তুলে দেন।

   
 
টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন দল ২৫,০০০ টাকা ও রানার আপ দল ১৫,০০০ নগদ টাকার চেক পুরস্কার হিসেবে গ্রহণ করেন। এছাড়াও টুর্নামেন্টে শ্রেষ্ঠ গোলরক্ষক লিংকন ওঁরাও, শ্রেষ্ঠ গোলদাতা ও ম্যান অব দ্যা ম্যাচ সমর্পন সিমসাং এবং ম্যান অব দ্যা টুর্ণামেন্ট অর্জন করেন বিন্দু।


সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক: আগষ্টিন প্রতাপ গমেজ 
উপ-সম্পাদক: পেপিলন হেনরি পিউরীফিকেশন 

নির্বাহী সম্পাদক: সাগর সঞ্জীব কোড়াইয়া 

বার্তা সম্পাদক ও চিফ অব প্রোডাকশন : প্রবীর মন্ডল  

অফিস:

আর্চবিশপ মাইকেল ভবন
১১৬/১ মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ইমেল: info@neersangbad.com / neersangbad@gmail.com
ফোন: 0255027691-94, 09609006611