শান্তির নীড় গেস্ট হাউজ পরিদর্শন করলেন সমবায় অধিদপ্তরের মাননীয় নিবন্ধক ও মহাপরিচালক

আপলোড সময় : ১১-১২-২০২৫ ১০:০৯:১৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ১১-১২-২০২৫ ১০:০৯:১৩ পূর্বাহ্ন
৬ ডিসেম্বর (শনিবার) ২০২৫ খ্রিষ্টাব্দ, হাউজিং সোসাইটির আয়বর্ধকমূলক প্রকল্প শান্তির নীড় গেস্ট হাউজ পরিদর্শন করেছেন সমবায় অধিদপ্তরের মাননীয় নিবন্ধক ও মহাপরিচালক জনাব মো: ইসমাইল হোসেন। এ সময়ে দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ-এর চেয়ারম্যান মি. আগষ্টিন প্রতাপ গমেজ ও ব্যবস্থাপনা কমিটির কর্মকর্তগণ ফুল দিয়ে স্বাগত জানান। পরিদর্শনে ঢাকা বিভাগীয় যুগ্ম-নিবন্ধক জনাব মো. কামরুজ্জামান, উপ-নিবন্ধক (প্রশাসন) মোছাম্মত নূর-ই-জান্নাত, গাজীপুর জেলা সমবায় অফিসার আরিফা সুলতানা শিপা ও কালীগঞ্জ উপজেলা সমবায় অফিসার জনাব আসাদুজ্জামান ভূইয়াসহ অন্যান্য সমবায় কর্মকর্তাগণ পরিদর্শন করেন।



কালীগঞ্জের মঠবাড়ীর তেতুইবাড়ী অবস্থিত হাউজিং সোসাইটির এই প্রকল্পে বিকাল ৪:৩০ মিনিটে অতিথিবৃন্দ পৌঁছলে তাদের শুভেচ্ছা ‍ও স্বাগত জানান। এ সময়ে হাউজিং সোসাইটির ভাইস-চেয়ারম্যান মি. ডিউক পি. রোজারিও, সেক্রেটারি মি. পেপিলন হেনরি পিউরীফিকেশন, পরিচালক অর্থ ও প্রশাসন মি. জেমস ডি.রোজারিও, ট্রেজারার মি. ইউজিন কোড়াইয়া,ব্যবস্থাপনা কমিটির সদস্য মি. সুজয় পিউরীফিকেশন, মি. লিংকার্স বি. রোজারিও, মি. গিলবার্ট গমেজ, ক্রেডিট কমিটির চেয়ারম্যান মি. তার্সিসিউস পালমা, সদস্য মি. টমাছ টনি গমেজ, আভ্যন্তরীণ ও নিরীক্ষা কমিটির চেয়ারম্যান মি. রবার্ট সাইমন গোমেজ, সদস্য মি. কাজল শিমন ডিকস্তা সহ শান্তির নীড় গেস্ট হাউজের কর্মীগণ।



অতিথিবৃন্দ শান্তির নীড় গেস্ট হাউজ পরিদর্শণে শেষে ভূয়সী প্রসংশা করেন। সমবায়ের মাধ্যমে দেশের অর্থনীতিতে অবদান রাখতে পেরে তারা সোসাইটির প্রতি ধন্যবাদ জানান।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক: আগষ্টিন প্রতাপ গমেজ 
উপ-সম্পাদক: পেপিলন হেনরি পিউরীফিকেশন 

নির্বাহী সম্পাদক: সাগর সঞ্জীব কোড়াইয়া 

বার্তা সম্পাদক ও চিফ অব প্রোডাকশন : প্রবীর মন্ডল  

অফিস:

আর্চবিশপ মাইকেল ভবন
১১৬/১ মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ইমেল: info@neersangbad.com / neersangbad@gmail.com
ফোন: 0255027691-94, 09609006611