ঢাকা , মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫
সংবাদ শিরোনাম :
আজ ৫ জুলাই পালিত হয়েছে ১০৩তম আন্তর্জাতিক সমবায় দিবস।  ঢাকা ক্রেডিটের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ৪৮তম বিসিএস পরীক্ষা ১৮ জুলাই, প্রশ্ন থাকবে মেডিকেল সায়েন্স ও সাধারণ বিষয়ে ভারতীয় ক্রিকেট দলের আসন্ন বাংলাদেশ সফরে সায় নেই দিল্লির 'যীশুর সাথে জীবন আরও সুন্দর হয়' : "দ্য চুজেন"-এর তারকা রুমি চির নিদ্রায় শায়িত হলেন এসএমআর এর সিস্টারস্ সংঘের সিস্টার মেরী লিলিয়ান মানবজাতির সম্মানহানি হয়, এমন এআই তৈরি করা যাবে না: পোপ ​​​​​​​ইসরায়েল এবং ইরানের মধ্যে দ্বন্দ্বের শুরু কবে থেকে? বুড্ডিস্ট ক্রেডিট-এর কর্মকর্তাগণের সোসাইটির প্রধান কার্যালয় পরিদর্শন কাককোর নতুন চেয়ারম্যান হলেন মি. টুটুল পিটার রড্রিক্স  উৎসবের আমেজে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা পর্দা উঠলো হাউজিং সোসাইটির দু’মাস ব্যাপী ‘সেবাকাল-২০২৫’ কারিতাস বাংলাদেশ এর নেতৃত্বে পরিবর্তন আশাময় ধরিত্রী বিনির্মাণে পুণ্যপিতা পোপ ফ্রান্সিস ও পোপ লিও চতুর্দশ’ পোপ লিও চতুর্দশ উদ্বোধনী অনুষ্ঠান: 'আসুন আমরা ঈশ্বরের দিকে একত্রে চলি এবং একে অপরকে ভালোবাসি' বাংলাদেশ প্রাক্তন সেমিনারিয়ান ফোরামের ইস্টার পূনর্মিলনী ও প্রার্থনা সভা অনুষ্ঠিত ​​​​​ পোপ লিও চতুর্দশের জীবনী, জন্ম নাম: রবার্ট ফ্রান্সিস প্রিভোস্ট নতুন পোপ নির্বাচনে কনক্লেভ শুরু কনক্লেভের প্রথম দিনের সমাপ্তির ইঙ্গিত কালো ধোঁয়া পোপ নির্বাচনের জন্য কার্ডিনালদের কেন একটি কক্ষে আটকে রাখা হয়: কনক্লেভের উৎপত্তি

ভাওয়াল অঞ্চলের নেতৃবৃন্দের সঙ্গে হাউজিং সোসাইটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ০৮-০৯-২০২৪ ০৯:১২:১৫ পূর্বাহ্ন
ভাওয়াল অঞ্চলের নেতৃবৃন্দের সঙ্গে হাউজিং সোসাইটির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাওয়াল অঞ্চলের নেতৃবৃন্দের সঙ্গে হাউজিং সোসাইটির মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভাওয়াল অঞ্চলের প্রত্যেকটি ধর্মপল্লীর প্যারিস কাউন্সিলের সদস্য, বিভিন্ন ক্রেডিট ইউনিয়নের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ-এর মতনিবিময় সভা অনুষ্ঠিত হয়। আজ ৩১ আগস্ট ২০২৪ খ্রিঃ, শনিবার, মঠবাড়ি ধর্মপল্লীর পালকীয় সেবাকেন্দ্রে সকাল সারে এগারটায় মতবিনিময় সভাটি শুরু হয়। এতে সভাপতিত্ব করেন হাউজিং সোসাইটির সম্মানিত চেয়ারম্যান মি. আগষ্টিন পিউরীফিকেশন। সেক্রেটারি মি. ইমানুয়েল বাপ্পী মন্ডলের সঞ্চালনায় মতবিনিময় সভার মঞ্চে আসন গ্রহণ করেন মঠবাড়ী ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার উজ্জ্বল রোজারিও, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট মি. নির্মল রোজারিও, ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট মি. ইগ্নেসিয়াস হেমন্ত কোড়াইয়া, ঢাকা ক্রেডিটের প্রাক্তন প্রেসিডেন্ট মি. বাবু মার্কুজ গমেজ, নাগরী ক্রেডিটের চেয়ারম্যান মি. ফিলিপ গমেজ, মঠবাড়ি ক্রেডিটের চেয়ারম্যান মি. রঞ্জন পেরেরা, দড়িপাড়া ক্রেডিটের চেয়ারম্যান মি. ডেনিস রোজারিও, ফাওকাল ক্রেডিটের চেয়ারম্যান মি. মুকুল বিশ্বাস, উপদেষ্টা মি. প্রভাত ডি’রোজারিও, সোসাইটির পরিচালক, অর্থ ও প্রশাসন মি. বাদল বি. সিমসাং ও ট্রেজারার মি. ইউজিন কোড়াইয়া। প্রার্থনার মধ্য দিয়ে মতবিনিময় সভাটি শুরু হয়।
সোসাইটির সম্মানিত চেয়ারম্যান মি. আগষ্টিন পিউরীফিকেশন শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। তিনি হাউজিং সোসাইটির বিগত দিনের উন্নয়নের নানা চিত্র তুলে ধরেন। তিনি বলেন, দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ সময়ের ধারাবাহিকতায় সদস্যদের সামগ্রিক অর্থনৈতিক ও জীবনমান উন্নয়নে অনেকদূর এগিয়ে নিয়ে এসেছে এবং তা আগামী দিনগুলোতেও অক্ষুন্ন থাকবে। তিনি জানান, হাউজিং সোসাইটির উন্নয়নের এই সফলতায় ঈর্ষান্বিত হয়ে সাধারণ সদস্যদের মধ্যে একটি স্বার্থান্বেষী মহলের ব্যক্তিগণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন কল্পনাপ্রসূত ও বিভ্রান্তিমূলক তথ্য দিয়ে অপপ্রচার করে যাচ্ছে। হাউজিং সোসাইটির সুনাম ক্ষুন্ন হচ্ছে বলে তিনি জানান। তিনি আরও বলেন, হাউজিং সোসাইটির সুনাম অক্ষুন্ন রাখতে ও সম্মানিত সদস্যদের আমানত যথাযথ রাখতে বর্তমান ব্যবস্থাপনা কমিটি সকল অপপ্রচারে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানায়। দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ- খ্রিষ্টান সমাজের সম্মানিত সদস্যসহ আমার আপনার সকলের অর্থনৈতিক মুক্তির একটি বৃহত্তর আর্থ সামাজিক প্রতিষ্ঠান। তিনি বলেন, এই প্রতিষ্ঠান আমার-আপনার-সকলের। সোসাইটিকে রক্ষা করার দায়িত্ব আমাদের সবার।
উপস্থিত ভাওয়াল অঞ্চলের ধর্মপল্লীর প্যারিস কাউন্সিলের সদস্য, ক্রেডিট ইউনিয়নের নেতৃবৃন্দ এ সময়ে সকলেই হাউজিং সোসাইটির রক্ষায় যা যা করণীয় সে সম্পর্কে তাদের বক্তব্য তুলে ধরেন। হাউজিং সোসাইটির উন্নয়ন ও সদস্যদের আমানত যথাযথ রক্ষায় সকলেই এগিয়ে আসবেন বলে মতামত প্রদান করেন। সভায় একপর্যায়ে মঠবাড়ী যুব সমিতির পক্ষ থেকে চেয়ারম্যানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এরপর প্রার্থনার মধ্য দিয়ে সভাটি শেষ হয়।

: Admin

কমেন্ট বক্স
সর্বশেষ
আজ ৫ জুলাই পালিত হয়েছে ১০৩তম আন্তর্জাতিক সমবায় দিবস। 

আজ ৫ জুলাই পালিত হয়েছে ১০৩তম আন্তর্জাতিক সমবায় দিবস।