
কালীগঞ্জের মঠবাড়ীর তেতুইবাড়ী অবস্থিত হাউজিং সোসাইটির এই প্রকল্পে বিকাল ৪:৩০ মিনিটে অতিথিবৃন্দ পৌঁছলে তাদের শুভেচ্ছা ও স্বাগত জানান। এ সময়ে হাউজিং সোসাইটির ভাইস-চেয়ারম্যান মি. ডিউক পি. রোজারিও, সেক্রেটারি মি. পেপিলন হেনরি পিউরীফিকেশন, পরিচালক অর্থ ও প্রশাসন মি. জেমস ডি.রোজারিও, ট্রেজারার মি. ইউজিন কোড়াইয়া,ব্যবস্থাপনা কমিটির সদস্য মি. সুজয় পিউরীফিকেশন, মি. লিংকার্স বি. রোজারিও, মি. গিলবার্ট গমেজ, ক্রেডিট কমিটির চেয়ারম্যান মি. তার্সিসিউস পালমা, সদস্য মি. টমাছ টনি গমেজ, আভ্যন্তরীণ ও নিরীক্ষা কমিটির চেয়ারম্যান মি. রবার্ট সাইমন গোমেজ, সদস্য মি. কাজল শিমন ডিকস্তা সহ শান্তির নীড় গেস্ট হাউজের কর্মীগণ।

অতিথিবৃন্দ শান্তির নীড় গেস্ট হাউজ পরিদর্শণে শেষে ভূয়সী প্রসংশা করেন। সমবায়ের মাধ্যমে দেশের অর্থনীতিতে অবদান রাখতে পেরে তারা সোসাইটির প্রতি ধন্যবাদ জানান।
