ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে জেনারেল ম্যানেজার ডা. মো: ফজলেরাব্বি খান ও হাউজিং সোসাইটির পক্ষে চেয়ারম্যান মি. আগষ্টিন প্রতাপ গমেজ সমঝোতা স্বারকে স্বাক্ষর করেন।

এ সময়ে হাউজিং সোসাইটির সেক্রেটারি মি. পেপিলন হেনরি পিউরীফিকেশন, ইউনাইটেড হাসপাতালের হেড অব কাস্টমার রিলেশন মি. ইমানুয়েল বাপ্পী মণ্ডল, সিনিয়ার এক্সেকিউটিভ (মার্কেটিং) মো: ইমতিয়াজুল ইসলাম, সিনিয়ার ম্যানেজার (মার্কেটিং) সাইদ আশরাফ উল মাসুম, হাউজিং সোসাইটির ব্যবস্থাপনা কমিটির সদস্য মি. সুজয় পিউরীফিকেশন, মি. গিলবার্ট গমেজ, মি. এইচ হিলারিশ হাউই, আভ্যন্তরীণ নিরীক্ষা কমিটির চেয়ারম্যান মি. রবার্ট সাইমন গোমেজ ও সদস্য মি. রনী মাইকেল গমেজ উপস্থিত ছিলেন।

স্বারক স্বাক্ষরিত হওয়ার পর সোসাইটির চেয়ারম্যান মি. আগষ্টিন প্রতাপ গমেজ ইউনাইটেড হাসপাতাল লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও চীপ মি. মালিক তালহা ইসমাইল বারি ও ডিরেক্টর মিস. জারা ইসমাইল বারি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময়ে তিনি ফুল দিয়ে শুভেচ্ছা জানান। সৌজন্য সাক্ষাতে হাসপাতালের অন্যান্য কর্মকর্তাসহ সোসাইটির সেক্রেটারি মি. পেপিলন হেনরি পিউরীফিকেশন ও সোসাইটির প্রাক্তন সেক্রেটারি ও হাসপাতালের হেড অব কাস্টমার রিলেশন মি. ইমানুয়েল বাপ্পী মণ্ডল উপস্থিত ছিলেন।


সমঝোতা স্বারকের মাধ্যমে ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষ হাউজিং সোসাইটির সকল সদস্য ও তাদের পরিবারের সদস্যদের চিকিৎসা ও ডায়াগনস্টিক সেবা প্রদান করবেন। বিশেষ করে প্যাথলজি টেস্টে ২০%, ইমেজিং টেস্টে ১০% এবং কেবিন ভাড়ায় ৫% কর্পোরেট ছাড় প্রযোজ্য হবে। কর্মী/সদস্য পরিচয়পত্র বা পাসবুক প্রদর্শন করলে ছাড় সুবিধা পাওয়া যাবে। প্রতি বছর কমপক্ষে ৫০ জনের জন্য বার্ষিক স্বাস্থ্য পরীক্ষা প্যাকেজ UHL প্রদান করবে।

নিজস্ব প্রতিবেদক, ঢাকা