

এতে স্যারের সহধর্মীনি ও পরিবারের সদস্যগণসহ উপস্থিত ছিলেন কালবের চেয়ারম্যান মি. আগষ্টিন পিউরীফিকেশন, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট মি. নির্মল রোজারিও, হাউজিং সোসাইটির চেয়ারম্যান মি. প্রতাপ এ. গমেজ, সেক্রেটারি মি. পেপিলন এইচ পিউরীফিকেশন, ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট মি. ইগনেসিয়াস হেমন্ত কোড়াইয়া, ব্রাদার সিলভেস্টার মৃধা ও বিভিন্ন সংগঠনের কর্মকর্তাগণসহ সমাজের বিভিন্ন প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ। স্মরণানুষ্ঠানে তার জীবনের উপর ভিত্তি করে একটি প্রামান্য তথ্যচিত্র প্রদর্শণ করা হয়।

উল্লেখ্য, শ্রদ্ধেয় যোসেফ মধু (স্যার) দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ এর একজন সক্রিয় প্রতিষ্ঠাতা সদস্য ও মৃত্যুর আগ পর্যন্ত তিনি সোসাইটির একজন সম্মানিত উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি সেন্ট যোসেফ স্কুলে শিক্ষকতায় সেবায় নিয়োজিত ছিলেন। তিনি সম্মিলিতভাবে চিলড্রেনস গার্ডেন নামে একটি স্কুল পরিচালনা করেন যা এখন চলমান। যোসেফ মধু (স্যার) গত ১৯ জুলাই চিকিৎসাধিন অবস্থায় বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করনে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর।