গোপনীয়তা নীতি
গোপনীয়তা নীতি এই নীতিমালার অবিচ্ছেদ্য অংশ। যেসব শর্ত অভিন্ন বা সমরূপ, সেগুলো বাদে গোপনীয়তা নীতির সব শর্ত রেফারেন্স হিসেবে এতে গৃহীত হয়েছে।
বিজ্ঞাপন
নীড় সংবাদের ওয়েবসাইট ও মোবাইল অ্যাপে যেসব বিজ্ঞাপন পরিবেশিত হয়, সেগুলোর মালিকানা তৃতীয় পক্ষের। তবে তারা পাঠকদের তথ্য সংগ্রহ করতে পারে এবং অন্য পক্ষের সঙ্গে তা আদান-প্রদানও করতে পারে। এর ফলে কোনো সমস্যা উদ্ভূত হলে তার দায় নীড় সংবাদ নেবে না। এ ধরনের বিজ্ঞাপন নীড় সংবাদের ওয়েবসাইটে প্রদর্শিত হলেও তার দায় নীড় সংবাদের নয়।
পরিবর্তন
নীড় সংবাদের যেকোনো সময় তার যেকোনো নীতিমালায় সংশোধন, পরিবর্তন, পরিবর্ধন, পরিমার্জন আনার অধিকার রাখে। তবে সেসব পরিবর্তন ওয়েবসাইটে তুলে দেওয়া হবে। এরপর গ্রাহক যখন ওয়েবসাইট ব্যবহার করবেন, তখন ধরে নেওয়া হবে, তিনি সে পরিবর্তনগুলো মেনে নিয়েই সাইটে প্রবেশ করেছেন। পাঠক তখন তা মেনে চলতে বাধ্য। সে জন্য কোথায়, কখন, কী পরিবর্তন এসেছে, পাঠকদের তা লক্ষ রাখতে আমরা অনুরোধ করছি।
কুকির ব্যবহার
নীড় সংবাদ ব্যবহারকারীর কুকিভিত্তিক পরিসংখ্যান সংগ্রহ করে না। ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্যও নীড় সংবাদ সংরক্ষণ করে না। এমনও হতে পারে যে পাঠক বা দর্শনার্থীর নীড় সংবাদের ওয়েবসাইটে প্রবেশের মাধ্যমে তৃতীয় পক্ষ ব্যবহারকারীর কুকি সংগ্রহ করতে পারে, যার ওপর নীড় সংবাদের নিয়ন্ত্রণ নেই। সে জন্য পাঠকদের তৃতীয় পক্ষের ওয়েবসাইট সতর্কতার সঙ্গে দেখা উচিত। কোনো গ্রাহক নীড় সংবাদে নিবন্ধন করলে তার সত্যতা প্রতিপাদনের জন্য ব্যক্তিগত তথ্য সংগ্রহ করা হয়। তবে নীড় সংবাদ সে তথ্য তৃতীয় পক্ষের সঙ্গে আদান-প্রদান করে না। নীড় সংবাদের পাঠকদের প্রয়োজনীয় তথ্য জানাতে বা নীড় সংবাদ-সম্পর্কিত কোম্পানির তথ্য পাঠাতে এসব তথ্য ব্যবহার করা হতে পারে।
নীড় সংবাদের যোগাযোগ
সময়ে সময়ে ইমেইল, ফোন ও এসএমএসের মাধ্যমে যোগাযোগ করে বিভিন্ন অনুষ্ঠান, প্রচারণা, প্রতিযোগিতা, জরিপ ও প্রতিক্রিয়ার জন্য নীড় সংবাদ পাঠকদের সঙ্গে যোগাযোগ করতে পারে।
ব্যবহারকারীদের কনটেন্ট
নীড় সংবাদের পাঠকেরা সময়-সময় মন্তব্য, ছবি ও ভিডিওর মতো বিভিন্ন পোস্ট ও কনটেন্ট তুলতে পারেন। সে ক্ষেত্রে পাঠকদের নিশ্চিত করতে হবে যে তাঁরাই এসব কনটেন্টের স্রষ্টা কিংবা অন্য কেউ তার স্রষ্টা হলে ব্যবহারের অনুমতি তিনি দিয়েছেন। একই সঙ্গে পাঠককে এটাও নিশ্চিত করতে হবে যে তাঁর কনটেন্টে অশ্লীলতা, হয়রানি, প্রতারণা, হুমকি, আক্রমণাত্মক, অসম্মানজনক, অবৈধ বা কারও গোপনীয়তা লঙ্ঘন করার মতো উপাদান নেই।
পাঠকদের কোনো কনটেন্ট নীড় সংবাদ অনুমোদন করে না বা তার সত্যতা নিশ্চিত করে না।
এ ছাড়া নীড় সংবাদের ওয়েবসাইট ব্যবহার করার সময় পাঠকদের বেশ কিছু বিষয়ে সম্মত হতে হবে। সেগুলো হলো: ১. অন্যের ক্ষতি বা হানি করার জন্য উদ্দেশ্যমূলকভাবে পোস্ট দেওয়া যাবে না; ২. নীড় সংবাদের ওয়েবসাইটে এমন কিছু পোস্ট করা যাবে না, যাতে কেউ অন্যায়ের বা হয়রানির শিকার হয় বা কারও অবমাননা ঘটে কিংবা কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গ জাতি-ধর্ম-বর্ণ-গোত্র-জাতিসত্তা-নাগরিকত্ব-বয়স-বৈবাহিক অবস্থা-যৌন অভ্যাস-সামরিক অবস্থা ও অসক্ষমতার কারণে নিপীড়নের শিকার হন; ৩. এমন কোনো সফটওয়্যার বা কোড পোস্ট বা প্রচার করা যাবে না, যাতে নীড় সংবাদের ওয়েবসাইটের কার্যক্রম ব্যাহত বা ধ্বংস হতে পারে; হার্ডওয়্যার বা টেলিযোগাযোগ যন্ত্রের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য; ৪. এমন কোনো কনটেন্ট আপলোড বা প্রচার করা যাবে না বা নীড় সংবাদের ওয়েবসাইট-সংক্রান্ত ব্যবস্থা নেওয়া যাবে না, যাতে অপরাধমূলক কার্যক্রম উৎসাহিত হতে পারে বা দেওয়ানি অথবা ফৌজদারি দায় সৃষ্টি হতে পারে। নীড় সংবাদ নিজ ক্ষমতাবলে পাঠক বা ব্যবহারকারীর যেকোনো কনটেন্ট পূর্বঘোষণা ছাড়াই যেকোনো সময় প্রত্যাহার করার অধিকার রাখে। কোনো ক্ষেত্রে পাঠকের কোনো পোস্ট নীড় সংবাদের বা কোনো যুক্তিশীল ব্যক্তির কাছে অযথার্থ, আপত্তিকর বা আক্রমণাত্মক ঠেকলে, সে আচরণ প্রতিহত করার জন্য সংশ্লিষ্ট পোস্টদাতার ব্যক্তিগত তথ্য নীড় সংবাদ ব্যবহার করতে পারে।
কোনো ক্ষেত্রে পাঠকের কোনো পোস্ট নীড় সংবাদের বা কোনো যুক্তিশীল ব্যক্তির কাছে অযথার্থ, আপত্তিকর বা আক্রমণাত্মক ঠেকলে, সে আচরণ প্রতিহত করার জন্য সংশ্লিষ্ট পোস্টদাতার ব্যক্তিগত তথ্য নীড় সংবাদ ব্যবহার করতে পারে। দেশের বাইরে থেকে ওয়েবসাইটে প্রবেশ বাংলাদেশের বাইরে থেকে পাঠকেরা যেসব ব্যক্তিগত তথ্য দেবেন, তা ব্যবহারের শর্তাবলি ও গোপনীয়তা নীতি অনুযায়ী প্রক্রিয়া করা হবে।
দায় পরিত্যাগ
নীড় সংবাদ ব্যবহারকারীদের সর্বোত্তম সেবা দিতে চায়। তবে বিভিন্ন মাধ্যমে পরিবেশিত তথ্য—যেমন ছবি বা ভিডিও—এসব যে সব ক্ষেত্রেই যথাযথ হবে, তার নিশ্চয়তা নেই। নীড় সংবাদে পরিবেশিত সব কনটেন্ট শুধু তথ্যের জন্য, পরামর্শের জন্য নয়। নীড় সংবাদের সব সেবা ওয়ারেন্টি ও গ্যারান্টি ছাড়া পরিবেশিত হয়।
কনটেন্ট দেখা ও পোস্ট করা
পাঠক ও দর্শনার্থীরা যখন নীড় সংবাদের ওয়েবসাইটে কনটেন্ট পোস্ট করেন বা অন্যদের দেওয়া কনটেন্ট দেখেন, তখন তাঁরা নিজেদের ঝুঁকি বা বিবেচনা মনে রেখেই সেটি করেন। কনটেন্টের বস্তুনিষ্ঠতার ওপর তাঁরা যে আশ্বাস বা বিশ্বাস স্থাপন করেন, তার ভিত্তি তাঁদের নিজেদের বিবেচনাবোধ।
তৃতীয় পক্ষের দায়
নীড় সংবাদে যে তথ্য পরিবেশিত হয়, তার একটি অংশ তৃতীয় পক্ষের প্রদত্ত। তারা নীড় সংবাদের নিয়ন্ত্রণাধীন নয়। তাদের তথ্যের যথার্থতা নিশ্চিত করা সে কারণে নীড় সংবাদের পক্ষে সম্ভব নয়। তাই নীড় সংবাদ বা তৃতীয় পক্ষের পরিবেশিত তথ্যে আস্থা স্থাপনের আগে সেই তথ্যের সত্যতা যাচাই করার জন্য নীড় সংবাদ পরামর্শ দেয়।
ব্যাঘাত, ক্রস কানেকশন, ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশনের অপ্রাপ্যতা
নীড় সংবাদের সারাক্ষণ তার সেবা চালু রাখার সর্বোচ্চ চেষ্টা করে। তবে যার ওপর নীড় সংবাদের নিয়ন্ত্রণ নেই—যেমন ইন্টারনেটের সমস্যা—তেমন কোনো কারণে, কিংবা তৃতীয় পক্ষের কনটেন্ট ডাউনলোড বা তাতে অংশগ্রহণ করার কারণে সমস্যা হলে বা সেই সেবায় ব্যাঘাত ঘটলে তার দায় নীড় সংবাদ নেবে না অথবা ব্যবহারকারীর কাছে দায়বদ্ধ থাকবে না। নীড় সংবাদের ওয়েবসাইটে প্রকাশিত কনটেন্ট বা সেবার কারণে কারও ক্ষতি হলে নীড় সংবাদ বাংল