ঢাকা , বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
সংবাদ শিরোনাম :
 ঢাকা ক্রেডিট -এর ৬৫তম বার্ষিক সাধারণ সভা-২০২৫ অনুষ্ঠিত বাংলাদেশ খ্রীষ্টান যুব এসোসিয়েশন আয়োজিত ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন গারো ষ্টুডেন্ট ফেডারেশন টেকসই পর্যটনের জন্য প্রকৃতি রক্ষা অপরিহার্য : পরিবেশ উপদেষ্টা রমনা ক্যাথেড্রালে কিংবদন্তিতুল্য শিল্পপতি স্যামসন এইচ চৌধুরীর জন্মশতবার্ষিকীর স্মরণানুষ্ঠান অনুষ্ঠিত না ফেরার দেশে পাড়ি দিয়েছেন দেশের ‘লালন সম্রাজ্ঞী’ খ্যাত সঙ্গীতশিল্পী ফরিদা পারভীন ​​​​​​​আন্তঃধর্মীয় সংলাপ ও সম্প্রীতি সম্মেলন অনুষ্ঠিত পোপীয় আন্তঃধর্মীয় সংলাপ কমিশনের সাথে বাংলাদেশের যুবক ও অধ্যাপকদের সংলাপ অনুষ্ঠান ভাটিকানের আন্তঃধর্মীয় সংলাপ দপ্তরের প্রতিনিধি দলের সংবর্ধনা অনুষ্ঠান ও সংবাদ সম্মেলন সোসাইটির সদ্য প্রয়াত প্রতিষ্ঠাতা সদস্যদের স্মরণে পবিত্র খ্রিষ্টযাগ ও স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত সোসাইটির স্টাফদের প্রশিক্ষণ কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রয়াত শ্রদ্ধেয় যো‌সেফ মধু (স্যার) প্রয়া‌ণের আজ চ‌ল্লিশ দি‌নের স্মরণানুষ্ঠান অনুষ্ঠিত আলোচনা ‘অত্যন্ত ফলপ্রসূ’ : ট্রাম্প, ‘মূল কারণগুলো’ নির্মূল করতে হবে : পুতিন গির্জায় সিদ্ধার্থ-জাহ্নবীর রোমান্স, ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ নানা আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে হাউজিং সোসাইটিকে জ‌ড়িয়ে সাবেক চেয়ারম্যান আগ‌ষ্টিন পিউরী‌ফি‌কেশনের নামে মিথ্যা সংবাদ প্রচারের বিরু‌দ্ধে প্রতিবাদ জানিয়েছে সোসাইটির বর্তমান ব্যবস্থাপনা কমিটি একাদশ শ্রেণিতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তির নীতিমালা প্রকাশ ভাটারা ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো দিনব্যাপী মিডিয়া সেমিনার। ​​​​​​​মাইলস্টোন স্কুল ও কলেজে বিমান দুর্ঘটনায় বাংলাদেশ কাথলিক মণ্ডলীর শোক উত্তরায় মাইলস্টোন স্কুলের একটি ভবনে বিমান বিধ্বস্ত : দগ্ধদের বেশিরভাগই শিক্ষার্থী কাককো লিঃ-এর নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত

​​​​​​​আন্তঃধর্মীয় সংলাপ ও সম্প্রীতি সম্মেলন অনুষ্ঠিত

  • আপলোড সময় : ০৯-০৯-২০২৫ ০২:৪৬:২৭ অপরাহ্ন
​​​​​​​আন্তঃধর্মীয় সংলাপ ও সম্প্রীতি সম্মেলন অনুষ্ঠিত ভাটিকানের আন্তঃধর্মীয় সংলাপ দপ্তরের প্রধান মহামান্য কার্ডিনাল জর্জ যাকোব কোভাকাদ
আন্তঃধর্মীয় সংলাপ ও সম্প্রীতি সম্মেলন অনুষ্ঠিত

“আমরা ধর্মীয় বিভাজন চাই না; আমরা চাই ঐক্য, চাই নৈকট্য। আমরা সংঘাত চাই না; আমরা চাই সংলাপ। আমাদের মধ্যে সংলাপ অপরিহার্য, স্থির থাকা অপরিহার্য। কেবল তখনই আমরা নতুন কিছু গড়তে পারব।”

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত আন্তঃধর্মীয় সংলাপ ও সম্প্রীতি বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. বিধান রঞ্জন রায় পোদ্দার এসব কথা বলেন।

কাথলিক চার্চের উদ্যোগে “সম্প্রীতির সংস্কৃতি গড়ে তুলি” শিরোনামে এ সম্মেলনের আয়োজন করে খ্রিষ্টীয় ঐক্য ও আন্তঃধর্মীয় সংলাপ কমিশন। সকাল ৯টায় শুরু হওয়া সম্মেলনে প্রায় ৯৫০ জন অংশ নেন, যাঁদের মধ্যে ছিলেন বিভিন্ন দেশের কূটনীতিক এবং মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান সম্প্রদায়ের প্রতিনিধিরা, বিভিন্ন ধর্মপ্রদেশের বিশপগণ, গণমাধ্যমকর্মী এবং ধর্মীয় ও সামাজিক সংগঠনের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ।



অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ভাটিকানের আন্তঃধর্মীয় সংলাপ দপ্তরের প্রধান মহামান্য কার্ডিনাল জর্জ যাকোব কোভাকাদ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার,  সভাপতিত্ব করেন বাংলাদেশের খ্রিষ্টধর্মীয় প্রধান এবং সিবিসিবি সভাপতি আর্চবিশপ বিজয় এন ডি ক্রুজ, ওএমআই,  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভাটিকানের রাষ্ট্রদূত আর্চবিশপ কেভিন রানডাল, খ্রিষ্টীয় ঐক্য ও আন্তঃধর্মীয় সংলাপ কমিশন-এর চেয়ারম্যান আর্চবিশপ লরেন্স সুব্রত হাওলাদার, সিএসসি।

সম্মেলনে কাথলিক চার্চকে ধন্যবাদ জানিয়ে ড. পোদ্দার বলেন, “একসময় নানা ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের সংবিধানে ধর্মনিরপেক্ষতা অন্তর্ভুক্ত হয়। এর মানে হলো রাষ্ট্র ধর্ম বিষয়ে নিরপেক্ষ থাকবে, কোনো ধর্মকে প্রাধান্য দেবে না। আবেগকে যুক্তির কাছে সঁপে দিতে হবে। আবেগ অযৌক্তিক হয়ে উঠলে তা ধ্বংস ডেকে আনে। এজন্য সংলাপ অপরিহার্য।”



ভ্যাটিকানের ডিকাস্টারি ফর ইন্টাররিলিজিয়াস ডায়ালগ-এর প্রিফেক্ট কার্ডিনাল জর্জ যাকোব কোভাকাদ মূল প্রবন্ধ উপস্থাপন করেন। তাঁকে পরিচিত করিয়ে দেন আর্চবিশপ কেভিন র‍ান্ডাল। 

কার্ডিনাল কোভাকাদ বলেন, “সংলাপ মানে একে অপরের সঙ্গে সত্যিকারের বন্ধুর মতো দেখা করা সম্মান নিয়ে দেখা করা। এবং এটি এই বিশ্বাস যে, মানবজাতির মহৎ ধর্মীয় ঐতিহ্যে ঈশ্বর কাজ করছেন। এসব ঐতিহ্যকে আমাদের মর্যাদা দিতে হবে। অনেকে এখনও ধর্ম ও বিশ্বাসের বহুত্ববাদ মেনে নিতে কষ্ট পান। কিন্তু ভিন্নতাকে ভয় পাওয়ার কিছু নেই। আন্তঃধর্মীয় শিক্ষা কুসংস্কার ও প্রতিরোধ ভাঙতে পারে। শান্তি প্রতিষ্ঠায় শিক্ষা ও জ্ঞানের বিকল্প নেই। আমাদের স্কুল ও বিশ্ববিদ্যালয়গুলোকে আগামী প্রজন্মকে বহুত্ববাদকে মর্যাদা দিতে প্রস্তুত করতে হবে।” 

তিনি আরও বলেন, “অন্য ধর্মের অনুসারীদের সঙ্গে সংলাপ ও সহযোগিতা হতে হবে পারস্পরিক সম্মান ও বোঝাপড়ার পরিবেশে। সংলাপই পথ, সহযোগিতাই আচরণের নীতি, আর পারস্পরিক বোঝাপড়াই হলো পদ্ধতি ও মানদণ্ড।”



আর্চবিশপ কেভিন র‍ান্ডাল সম্মেলনে পোপ লিও চতুর্দশের বার্তা পাঠ করেন। সেখানে বলা হয়, “সম্প্রীতির সংস্কৃতি গড়ার মানে শুধু ধর্মীয় শিক্ষার আদান-প্রদান নয়, বরং বাস্তব অভিজ্ঞতা ভাগাভাগি করা। যেমন সেন্ট জেমস বলেন ঈশ্বরের চোখে পবিত্র ধর্ম হলো এতিম-বিধবার পাশে দাঁড়ানো এবং নিজেকে পৃথিবীর অপবিত্রতা থেকে রক্ষা করা (জেমস ১:২৭)। এই দৃষ্টিকোণ থেকে বলা যায়, প্রকৃত আন্তঃধর্মীয় বন্ধুত্বের মাপকাঠি হলো সমাজের সবচেয়ে অসহায় মানুষদের পাশে দাঁড়ানো। সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশে নানা প্রাকৃতিক দুর্যোগ ও দুঃখজনক ঘটনায় বিভিন্ন ধর্মের মানুষ একত্রে প্রার্থনা ও সংহতি প্রকাশ করেছে যা সত্যিই অনুপ্রেরণাদায়ক।”



অনুষ্ঠানের শুরুতে কাথলিক চার্চের আন্তঃধর্মীয় উদ্যোগ তুলে ধরা হয় একটি প্রামাণ্যচিত্রের মাধ্যমে। এরপর জাতীয় সঙ্গীত পরিবেশিত হয় এবং অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয়। পরে পর্যায়ক্রমে পবিত্র কোরআন, গীতা, ত্রিপিটক ও বাইবেল থেকে পাঠ করে আধ্যাত্মিক পরিবেশ তৈরি করা হয়। হিন্দু, বৌদ্ধ ও মুসলিম ধর্মীয় নেতারাও ভ্রাতৃত্ব ও সম্প্রীতি বিষয়ে মত প্রকাশ করেন।



সমাপনী বক্তব্য প্রদান করেন আর্চবিশপ লরেন্স সুব্রত হাওলাদার, সিএসসি।



উল্লেখ্য, পোপীয় আন্তঃধর্মীয় সংলাপ কমিশন ভাটিকান ও অন্যান্য দেশের খ্রিষ্টান সম্প্রদায়ের মধ্যে মেলবন্ধন এবং সকলের সাথে সংলাপ ও সম্প্রীতিময় সম্পর্ক স্থাপনে অগ্রণী ভূমিকা রাখে। ভ্যাটিকানের আন্তঃধর্মীয় সংলাপ দপ্তরের প্রতিনিধি দল ৬-১১ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশে অবস্থান করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে সাক্ষাৎ ও সভায় মিলিত হবেন। ভাটিকান টিমের এই সফর কেবল শুভেচ্ছা বিনিময় নয়, বরং ধর্মীয় সম্প্রীতি, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধের প্রতি অঙ্গীকারকে আরও গভীর করবে।




 

: Admin

কমেন্ট বক্স
সর্বশেষ
 ঢাকা ক্রেডিট -এর ৬৫তম বার্ষিক সাধারণ সভা-২০২৫ অনুষ্ঠিত

 ঢাকা ক্রেডিট -এর ৬৫তম বার্ষিক সাধারণ সভা-২০২৫ অনুষ্ঠিত