ঢাকা , বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
সংবাদ শিরোনাম :
 ঢাকা ক্রেডিট -এর ৬৫তম বার্ষিক সাধারণ সভা-২০২৫ অনুষ্ঠিত বাংলাদেশ খ্রীষ্টান যুব এসোসিয়েশন আয়োজিত ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন গারো ষ্টুডেন্ট ফেডারেশন টেকসই পর্যটনের জন্য প্রকৃতি রক্ষা অপরিহার্য : পরিবেশ উপদেষ্টা রমনা ক্যাথেড্রালে কিংবদন্তিতুল্য শিল্পপতি স্যামসন এইচ চৌধুরীর জন্মশতবার্ষিকীর স্মরণানুষ্ঠান অনুষ্ঠিত না ফেরার দেশে পাড়ি দিয়েছেন দেশের ‘লালন সম্রাজ্ঞী’ খ্যাত সঙ্গীতশিল্পী ফরিদা পারভীন ​​​​​​​আন্তঃধর্মীয় সংলাপ ও সম্প্রীতি সম্মেলন অনুষ্ঠিত পোপীয় আন্তঃধর্মীয় সংলাপ কমিশনের সাথে বাংলাদেশের যুবক ও অধ্যাপকদের সংলাপ অনুষ্ঠান ভাটিকানের আন্তঃধর্মীয় সংলাপ দপ্তরের প্রতিনিধি দলের সংবর্ধনা অনুষ্ঠান ও সংবাদ সম্মেলন সোসাইটির সদ্য প্রয়াত প্রতিষ্ঠাতা সদস্যদের স্মরণে পবিত্র খ্রিষ্টযাগ ও স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত সোসাইটির স্টাফদের প্রশিক্ষণ কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রয়াত শ্রদ্ধেয় যো‌সেফ মধু (স্যার) প্রয়া‌ণের আজ চ‌ল্লিশ দি‌নের স্মরণানুষ্ঠান অনুষ্ঠিত আলোচনা ‘অত্যন্ত ফলপ্রসূ’ : ট্রাম্প, ‘মূল কারণগুলো’ নির্মূল করতে হবে : পুতিন গির্জায় সিদ্ধার্থ-জাহ্নবীর রোমান্স, ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ নানা আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে হাউজিং সোসাইটিকে জ‌ড়িয়ে সাবেক চেয়ারম্যান আগ‌ষ্টিন পিউরী‌ফি‌কেশনের নামে মিথ্যা সংবাদ প্রচারের বিরু‌দ্ধে প্রতিবাদ জানিয়েছে সোসাইটির বর্তমান ব্যবস্থাপনা কমিটি একাদশ শ্রেণিতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তির নীতিমালা প্রকাশ ভাটারা ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো দিনব্যাপী মিডিয়া সেমিনার। ​​​​​​​মাইলস্টোন স্কুল ও কলেজে বিমান দুর্ঘটনায় বাংলাদেশ কাথলিক মণ্ডলীর শোক উত্তরায় মাইলস্টোন স্কুলের একটি ভবনে বিমান বিধ্বস্ত : দগ্ধদের বেশিরভাগই শিক্ষার্থী কাককো লিঃ-এর নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত

পোপীয় আন্তঃধর্মীয় সংলাপ কমিশনের সাথে বাংলাদেশের যুবক ও অধ্যাপকদের সংলাপ অনুষ্ঠান

  • আপলোড সময় : ০৮-০৯-২০২৫ ০১:১৩:৩৯ অপরাহ্ন
পোপীয় আন্তঃধর্মীয় সংলাপ কমিশনের সাথে বাংলাদেশের যুবক ও অধ্যাপকদের সংলাপ অনুষ্ঠান ভা‌তিকা‌নের পুণ্যপিতার দপ্ত‌রের আন্তঃধর্মীয় সংলাপ ক‌মিশ‌নে মহামান্য কা‌র্ডিনাল জর্জ যা‌কোব কোভাকাদ

শান্তি ও বহুত্ববাদী সমাজ গঠনে আন্তঃধর্মীয় নেতৃবৃন্দের আহ্বান
সংলাপ ও পারস্পরিক শ্রদ্ধার মাধ্যমেই সহিংসতামুক্ত সমাজ গঠন সম্ভব

বিভিন্ন ধর্মীয় নেতা ও শিক্ষাবিদরা বলেছেন, সহিংসতা ও বিভেদের বেড়াজাল ভেঙ্গে বহুত্ববাদী সমাজ গড়তে হলে পারস্পবরক শ্রদ্ধা, বোঝাপড়া ও সংলাপকে গভীর করতে হবে। সহিংসতায় জর্জরিত কোন সমাজ অথনৈতিক কিংবা সামাজিকভাবে সমৃদ্ধ হতে পারে না, আবার ব্যক্তিগত পর্যায়ে মানুষের সৃজনশীলতাও বিকশিত হয় না। ঢাকার স্থানীয় একটি কনভেনশন হলে আয়োজিত আন্তর্জাতিক সেমিনারে বক্তারা এ মত প্রকাশ করেন। 

ভা‌তিকা‌নের পুণ্যপিতার দপ্ত‌রের আন্তঃধর্মীয় সংলাপ ক‌মিশ‌নে মহামান্য কা‌র্ডিনাল জর্জ যা‌কোব কোভাকাদ তার সফরসঙ্গীগণ এখন ঢাকা ব্যস্ত সময় অতিবাহিত করছেন। 

সফরের আজ ৩য় দিনে পোপীয় আন্তঃধর্মীয় সংলাপ কমিশনের মহামান্য কার্ডিনাল জর্জ যাকোব কোভাকাদ ও তার সফরসঙ্গীদের সাথে বাংলাদেশের যুবক ও অধ্যাপকদের সংলাপ অনুষ্ঠিত হয়েছে। 



অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশের খ্রিষ্টধর্মীয় প্রধান আর্চবিশপ বিজয় এন ডি ক্রুজ, ওএমআই, প্রধান অতিথি ও প্রধান বক্তা ভাটিকানের আন্তঃধর্মীয় সংলাপ দপ্তরের প্রধান কার্ডিনাল জর্জ যাকোব কোভাকাদ, গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন কার্ডিনাল প্যাট্রিক ডি’রোজারিও, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মওলানা মুফতি হাফিজ মোহাম্মদ সিদ্দিকুর রহমান, শ্রীমতি স্বামী সঙ্গীতানন্দ মহারাজ, বুদ্ধানন্দ মহাথেরো, বাংলাদেশে নিযুক্ত ভাটিকানের রাষ্ট্রদূত আর্চবিশপ কেভিন রানডাল, খ্রিষ্টীয় ঐক্য ও আন্তঃধর্মীয় সংলাপ কমিশন-এর চেয়ারম্যান আর্চবিশপ লরেন্স সুব্রত হাওলাদার, সিএসসি, অন্যান্য বিশপগণ, গণমাধ্যমকর্মী এবং ধর্মীয় ও সামাজিক নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ।



অনুষ্ঠান শুরুতে অতিথিবৃন্দদের ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন ও অভ্যর্থনা জানানো হয়। এসময় ভাটিকানের রাষ্ট্রদূত আর্চবিশপ কেভিন রানডাল তার স্বাগত বক্তব্যে সকল স্বাগত জানান। এরপর বাংলাদেশের ও ভাতিকানের জাতীয় সংগীত পরিবেশন করা হয় এবং সকল ধর্মগ্রন্থ থেকে পবিত্র বাণী পাঠ করা হয়। পরবর্তীতে মি. তিমির নন্দীর পরিচালনায় সেন্ট ফ্রান্সিস জেভিয়ার গ্রিনহেরাল্ড স্কুল ও কলেজের ছাত্র ছাত্রীবৃন্দ সম্প্রীতির সংগীত পরিবেশন করেন।



অনুষ্ঠানে অতিথিবৃন্দ সকল ধর্মের সম্পৃতির কথা উল্লেখ করে বক্তব্য প্রদান করেন। সেমিনারে বক্তারা মতদেন- ভিন্নতা স্বাভাবিক, আরসেই ভিন্নতার মধ্য দিয়েই মানুষ সমৃদ্ধ হয়। তাই পারস্পরিক শ্রদ্ধা, সংলাপ ও সহযোগিতার ভিত্তিতেই গড়ে উঠতে পারে  শান্তিপূর্ণ বহুত্ববাদী সমাজ। 

পরিশেষে খ্রিস্টান ঐক্য ও আন্তঃধর্মীয় সংলাপের জন্য এপিস্কোপাল কমিশন এর এক্সিকিউটিভ সদস্য সিস্টার রেবা ডি;কস্তা আরএনডিএম অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সকলকে ধন্যবাদ কৃতজ্ঞা জানান।  



উল্লেখ্য, পোপীয় আন্তঃধর্মীয় সংলাপ কমিশন ভাটিকান ও অন্যান্য দেশের খ্রিষ্টান সম্প্রদায়ের মধ্যে মেলবন্ধন এবং সকলের সাথে সংলাপ ও সম্প্রীতিময় সম্পর্ক স্থাপনে অগ্রণী ভূমিকা রাখে। কার্ডিনাল মহোদয়ের এই সফরের মূলসুর হচ্ছে “এসো গড়ি সম্প্রীতির সংস্কৃতি” (PROMOTING A CULTURE OF HARMONY). ভ্যাটিকানের আন্তঃধর্মীয় সংলাপ দপ্তরের  প্রতিনিধি দল ৬ থেকে ১১ সেপ্টেম্বর বাংলাদেশে অবস্থান করে বিভিন্ন শ্রেণি- পেশার মানুষের সাথে সাক্ষাৎ ও সভায় মিলিত হবেন। ভাটিকান টিমের এই সফর কেবল শুভেচ্ছা বিনিময় নয়, বরং ধর্মীয় সম্প্রীতি, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধের প্রতি অঙ্গীকারকে আরও গভীর করবে।

: Admin

কমেন্ট বক্স
সর্বশেষ
 ঢাকা ক্রেডিট -এর ৬৫তম বার্ষিক সাধারণ সভা-২০২৫ অনুষ্ঠিত

 ঢাকা ক্রেডিট -এর ৬৫তম বার্ষিক সাধারণ সভা-২০২৫ অনুষ্ঠিত