
এরপর সোসাইটির সম্মানিত চেয়ারম্যান মি. আগষ্টিন পিউরীফিকেশন শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। তিনি হাউজিং সোসাইটির বিগত দিনে তিনি সকলের সহযোগিতায় যে উন্নয়ন সাধন করেছেন তা সকলের সামনে তুলে ধরেন। তিনি আঠারগ্রাম অঞ্চলের সদস্যদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তাদের সক্রিয় উপস্থিতির জন্য। হাউজিং সোসাইটির মাধ্যমে সদস্যদের সামগ্রিক অর্থনৈতিক ও জীবনমান উন্নয়নে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে জানান। হাউজিং সোসাইটির সুনাম সকলের সম্মিলিত প্রচেষ্টায় বৃদ্ধি পেয়েছে বলেও জানান তিনি। তিনি জানান হাউজিং সোসাইটির উন্নয়নকে প্রশ্নবিদ্ধ করতে একটি স্বার্থান্বেষী মহলের ব্যক্তিগণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন কল্পনাপ্রসূত ও বিভ্রান্তিমূলক তথ্য দিয়ে অপপ্রচার করে সুনাম ক্ষুন্ন করছে। সোসাইটির এই সুনাম অক্ষুন্ন রাখতে ও সম্মানিত সদস্যদের আমানত যথাযথ রাখতে বর্তমান ব্যবস্থাপনা কমিটি সকল অপপ্রচারে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান এবং সকলের আমানত যথাযথভাবে থাকবে বলে নিশ্চয়তা প্রদান করেন। তিনি বলেন, এই প্রতিষ্ঠান কারও একক কোন প্রতিষ্ঠান নয়, এটি আমার-আপনার-সকলের। সোসাইটিকে রক্ষা করার দায়িত্ব আমাদের সবার বলেও জানান তিনি।
মঞ্চে উপবিষ্ট নেতৃবৃন্দ ছাড়াও আঠারোগ্রাম অঞ্চলের ধর্মপল্লীর প্যারিস কাউন্সিলের সদস্য, সমাজ নেতা, ক্রেডিট ইউনিয়নের নেতৃবৃন্দ, নারী নেতৃবৃন্দ, যুব নেতৃবৃন্দ এ পর্যায়ে বক্তব্য তুলে ধরেন। তারা সকলেই সোসাইটির উন্নয়ন অগ্রযাত্রাকে একবাক্যে সমর্থন করেন এবং ব্যবস্থাপনা কমিটিকে এ জন্যে ধন্যবাদ জানান। হাউজিং সোসাইটির উন্নয়ন ত্বরান্বিত রাখতে ও সদস্যদের আমানত যথাযথ রক্ষায় দৃঢ়তার সঙ্গে সকলেই এগিয়ে আসবেন বলে মত প্রকাশ করেন।
সভা শেষে সম্মানিত চেয়ারম্যান মি. আগষ্টিন পিউরীফিকেশন মতবিনিময় সভাকে অত্যন্ত সফল ও তাৎপর্যময় করে তোলে হাউজিং সোসাইটির পাশে থাকার অঙ্গীকারের জন্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। সোসাইটির উপদেষ্টা মি. গিলবার্ট গমেজের প্রার্থনার মধ্য দিয়ে সভাটি শেষ হয়।